Apple iPhone 16 Series: ভারতে কবে লঞ্চ হতে পারে আইফোন ১৬ সিরিজ, এতদিনে এই ফোনের সম্পর্কে কী কী জানা গিয়েছে?
iPhone 16 Series: আইফোন ১৬ মডেলে আগের মতোই ডিসপ্লে থাকবে বলে অনুমান। তবে প্রো মডেলে হয়তো সামান্য ডিসপ্লে সাইজ বৃদ্ধি পেতে পারে।
Apple iPhone 16 Series: অ্যাপেল সংস্থা তাদের আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series) লঞ্চ করেছে গত বছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। তার পর থেকেই শোনা যাচ্ছে আইফোন ১৬ সিরিজের (iPhone 16 Series) কথা। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে আইফোন ১৬ সিরিজ লঞ্চের কথা রয়েছে। ভারতেও লঞ্চ হবে আইফোন ১৬ সিরিজ। ইতিমধ্যেই নতুন আইফোন সিরিজ সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। এই সমস্ত ফিচার কিংবা স্পেসিফিকেশন সম্পর্কে অ্যাপেল সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। এখনও আইফোন ১৬ সিরিজ লঞ্চের দিনক্ষণ সম্পর্কেও কিছু নিশ্চিত ভাবে জানা যায়নি। অনুমান, প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বর মাসেই আইফোন ১৬ সিরিজ লঞ্চ হবে।
চলুন দেখে নেওয়া যাক এতদিনে আইফোন ১৬ সিরিজ সম্পর্কে কী কী জানা গিয়েছে
ডিজাইন- আইফোন ১৬ সিরিজের ফোনের রেয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা লেআউট থাকতে পারে। এই ক্যামেরা মডিউল লম্বালম্বি সাজানো থাকবে। অনেকটা আইফোন এক্স মডেলের ভার্টিকাল ক্যামেরা আইল্যান্ডের মতো হয়তো হতে চলেছে আইফোন ১৬ সিরিজের ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট। ফোনের ভলিউম বাটনের ডিজাইনে আসতে পারে পরিবর্তন। নতুন একটি ক্যাপচার বাটন থাকতে পারে আইফোন ১৬ সিরিজের ফোনে। এর সাহায্যে ক্যামেরার কার্যকারিতা আরও উন্নত হবে। আইফোন ১৬ সিরিজের বেস মডেল অর্থাৎ আইফোন ১৬ মডেল হাল্কা হলুদ, গোলাপি এবং কালো রঙে লঞ্চ হতে পারে। এর সঙ্গে অন্যান্য রঙের মডেলও লঞ্চ হতে পারে।
নতুন বাটন- অ্যাপেল আইফোন ১৬ সিরিজে যে নতুন একটি ল্যাপচার বাটন থাকার কথা শোনা গিয়েছে, তার সাহায্যে অনেক দ্রুত এবং সহজে ক্যামেরা ফিচার অ্যাকসেস করতে পারবেন ইউজাররা। ক্যামেরা শাটারের সঙ্গে সঙ্গে আরও একাধিক নতুন ও আধুনিক ফিচারও পেতে পারেন তাঁরা। আইফোন ১৫ প্রো ভ্যারিয়েন্টে অ্যাকশন বাটন লঞ্চ করেছিল অ্যাপেল কর্তৃপক্ষ। এই অ্যাকশন বাটন আইফোন ১৬ সিরিজের সমস্ত মডেলে থাকতে পারে। আগের তুলনায় এই বিশেষ বাটনের আকার বড় হতে পারে বলেও শোনা গিয়েছে। তার ফলে ইউজারদের ব্যবহার করতে সুবিধা হবে।
ডিসপ্লে- আইফোন ১৬ মডেলে আগের মতোই ডিসপ্লে থাকবে বলে অনুমান। তবে প্রো মডেলে হয়তো সামান্য ডিসপ্লে সাইজ বৃদ্ধি পেতে পারে। আইফোন ১৬ প্রো মডেলে ৬.৩ ইঞ্চির এবং প্রো ম্যাক্স মডেলে ৬.৯ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে বলে শোনা যাচ্ছে। ডিসপ্লের টেকনোলজি আরও উন্নত হতে পারে। OLED প্যানেলে মাইক্রো লেন্স টেকনোলজি থাকতে পারে যার সাহায্যে উজ্জ্বলতা বাড়বে এবং খুব বেশি পাওয়ার বা চার্জ ক্ষয় হবে না।
প্রসেসর- আইফোন ১৬ সিরিজের ফোনে এ১৭ চিপ থাকতে পারে। প্রিমিয়াম মডেলে এ১৭ প্রো চিপ থাকার কথাও শোনা যাচ্ছে। থার্মাল ম্যানেজমেন্ট এবং ব্যাটারি টেকনোলজি আরও আধুনিক এবং উন্নত হবে বলে শোনা গিয়েছে। এছাড়াও ওয়াই-ফাই ৭ সাপোর্ট থাকতে পারে। এমনকি প্রো মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স৭৫ মোডেম থাকার কথাও শোনা গিয়েছে যার সাহায্যে আরও দ্রুত গতিতে কাজ করবে ফোন। কানেক্টিভিটি স্পিডও বাড়ানো হবে। সিম ছাড়া ব্রাউজিং করার সুবিধাও থাকতে পারে।
ক্যামেরা এবং ব্যাটারি- আইফোন ১৬ সিরিজের প্রো মডেলে ক্যামেরা ফিচারে অনেক উন্নতি লক্ষ্য করা যাবে। ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে যা ৫এক্স অপটিকাল জুম যুক্ত হবে এবং টেট্রাপ্রিজম ক্যামেরা হবে। ব্যাটারিতে থাকতে পারে ফাস্ট চার্জিং সাপোর্ট। ব্যাটারিতে যাতে দীর্ঘক্ষণ চার্জ থাকে সেই সুবিধাও দেওয়া হবে। আইফোন ১৬ সিরিজে লচ হতে পারে আইওএস ১৮- এর সাপোর্ট নিয়ে। এছাড়াও থাকবে সিরি- র সাপোর্ট এবং তার সঙ্গে এআই- এর মাধ্যমে সংযোগ করতে পারবেন ইউজাররা।