Apple Peek Performance Event: আজ রাতেই লঞ্চ, iPhone 13 green আনছে অ্যাপল !
Apple Peek Performance Event: টেক সাইটগুলোর মতে, এবার সবুজ রঙের আইফোন ১৩ নিয়ে আসছে অ্যাপল। সঙ্গে থাকছে কোম্পানির বাজেট iPhone SE 3 ও নতুন ম্যাকবুক।
iPhone 13 green: আজ বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।ভারতীয় সময় রাত সাড়ে এগারোটার পর বছরের প্রথম অনুষ্ঠান করতে চলেছে অ্যাপল(Apple)। শোনা যাচ্ছে, আইফোন এসই (iPhone SE), আইপ্যাড এয়ার (iPad Air) ছাড়াও আইফোন ১৩ সবুজ (iPhone 13 green) আনতে চলেছে কোম্পানি।
Apple Peek Performance Event: টেক সাইটগুলোর মতে, এবার সবুজ রঙের আইফোন ১৩ নিয়ে আসছে অ্যাপল। সঙ্গে থাকছে কোম্পানির বাজেট iPhone SE 3 ও নতুন ম্যাকবুক। এর আগে iPhone 13-এর মিডনাইট, ব্লু, স্টারলাইট, পিঙ্ক, প্রোডাক্ট রেড রং নিয়ে এসেছিল কুপারচিনো টেক জায়ান্ট। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছে iPhone 13 green। তবে হালকা
নয়, গাঢ় সবুজ রঙে দেখা যাবে আইফোন ১৩-এর নতুন মডেল।
iPhone SE Update: ব্লুমবার্গের রিপোর্ট বলছে, এবার অ্যাপলের বাজেট স্মার্টফোন iPhone SE-তে থাকবে 5G অপশন। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, এই ইভেন্টেই নতুন ম্যাক মিনি (Mac mini) নিয়ে আসতে চলেছে অ্যাপল। যেখানে পুরোনো চিপসেটের পরিবর্তে ম্যাক মিনিতে ব্যবহার করা হবে M1 Pro বা M1 Max।
Apple Peek Performance Event: গত সপ্তাহেই এই অনুষ্ঠানের বিষয়ে ট্যুইট করেছিলেন অ্যাপলের এসভিপি মার্কেটিং গ্রেগ জোসওয়াক। সেই সময় টিজারে তিনি লিখেছিলেন, "পিক পারফরম্যান্স। ৮ মার্চ দেখা হবে #AppleEvent"। ক্রিপ্টিক টিজারে অ্যাপল লোগোকে বিভিন্ন রঙে দেখিয়েছে কোম্পানি। যা ইঙ্গিত দেয়, এবার অ্যাপল তার যেকোনও পণ্য একাধিক রঙে লঞ্চ করতে পারে। খুব সম্ভব iPad Air 5-এর একাধিক রং আনবে কোম্পানি। ২০২০ সাল থেকে আইপ্যাড এয়ার লাইনে নতুন কোনও পণ্য আনেনি কোম্পানি।
iPhone SE Update: গত সপ্তাহের শুরুতেই অ্যাপলের নতুন ফোনের একটি তথ্য ফাঁস হয়। যেখানে বলা হয়েছে, এবার আরও সাশ্রয়ী মূল্যে Apple iPhone SE দিতে চলেছে কোম্পানি।যার দাম শুরু হতে পারে ৩০০ ডলার বা প্রায় ২২,৫০০ টাকা থেকে। প্রযুক্তি বিশ্লেষক জন ডোনোভানের বলেছেন, ''Apple iPhone 12-এর বেস ভ্যারিয়েন্টের তুলনায় অনেক সস্তা হয়ে উঠবে Apple iPhone SE 3। পাশাপাশি এই ফোনে পাওয়া যাবে 5G প্রযুক্তি।