Gaming Smartphone: নতুন বছরের শুরুতেই লঞ্চ হতে চলেছে আসুসের নয়া গেমিং ফোনের সিরিজ, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে?
Asus ROG Phone 8 Series: আসুসের নতুন স্মার্টফোন সিরিজে Asus ROG Phone 8 এবং ROG Phone 8 Pro- এই দু'টি মডেল থাকতে চলেছে।
Gaming Smartphone: আসুসের নতুন গেমিং ফোন (Asus Gaming Phone Series) সিরিজ লঞ্চ হতে চলেছে নতুন বছরের শুরুতেই। Asus ROG Phone 8 series লঞ্চ হবে আগামী ৯ জানুয়ারি Consumer Electronics Show (CES) 2024- এই ইভেন্টে। তাইওয়ানের সংস্থা আসুস জানিয়েছে, আসন্ন স্মার্টফোন সিরিজে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে। যেহেতু এই সিরিজের মডেলগুলি গেমিংয়ের জন্য নির্মাণ করা হয়েছে তাই গেমারদের সুবিধার কথা মাথায় রেখে Asus ROG Phone 8 series- এর ফোনে একাধিক আধুনিক ও উন্নত গেমিং ফিচার থাকতে চলেছে। আপাতত ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনের শেষ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বলা হচ্ছে, Asus ROG Phone 8 series- এর ফোনগুলিতে ৬.৭৮ ইঞ্চির full-HD+ AMOLED ডিসপ্লে, ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আসুসের নতুন স্মার্টফোন সিরিজে Asus ROG Phone 8 এবং ROG Phone 8 Pro- এই দু'টি মডেল থাকতে চলেছে। এই স্মার্টফোনগুলিতে ROG Phone 7 series- এর মতোই ডিজাইন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকতে চলেছে। এছাড়াও থাকবে হোল পাঞ্চ কাট আউট যুক্ত ডিসপ্লে এবং ওই কাট আউটে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকবে এবং ক্যামেরা সেনসর সাজানো থাকবে উল্লম্বভাবে। rebel grey- এই রঙে লঞ্চ হতে পারে আসুসের নতুন গেমিং ফোন সিরিজ। আর ফোনে থাকবে ROG লোগো যেখানে RGB লাইট লাগানো থাকবে। ভারতে আসুসের এই গেমিং ফোন সিরিজ লঞ্চ প্রসঙ্গে এখনও কিছু শোনা যায়নি।
Asus ROG Phone 8 সিরিজের বেস মডেল এবং প্রো মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন
- অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকতে পারে এই দুই ফোনে। তার সঙ্গে থাকতে পারে ROG UI সাপোর্ট। ডিসপ্লের উপরে সুরক্ষার খাতিরে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন থাকার সম্ভাবনা রয়েছে। প্রো মডেলের ডিসপ্লে রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ হতে পারে এবং সেখানে থাকতে পারে এইচডিআর১০ সাপোর্ট।
- ভ্যানিলা মডেলে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রো মডেলে ১৬ জিবি র্যাম এবং ২৪ জিবি র্যামের সঙ্গে ৫১২ জিবি ও ১ টিবি স্টোরেজ থাকতে পারে।
- Asus ROG Phone 8 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 মেন সেনসর, ১৩ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেনসর এবং ৩২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা সেনসর-৩এক্স অপটিকাল জুম-সহ থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।
- Asus ROG Phone 8 সিরিজে five-magnet speaker system থাকার কথা রয়েছে যেখানে হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট পাওয়া যাবে স্প্যাশিয়াল অডিওর ক্ষেত্রে, Dirac Virtuo অনুমোদন যুক্ত।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এনএফসি, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩ থাকতে পারে। এই ফোন একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনের ব্যাটারিতে রয়েছে Quick Charge 5.0 এবং PD charging- এর সাপোর্ট।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২? সঙ্গে লঞ্চ হবে আর কোন ফোন?