Asus Laptop: ভারতে একসঙ্গে তিনটি ল্যাপটপ লঞ্চ করেছে আসুস, জেনে নিন দাম ও ফিচার
Best Laptop under 50000: ভারতে আসুস কোন কোন ল্যাপটপ লঞ্চ করেছে একনজরে দেখে নিন।
Laptop: ভারতে আসুস (Asus) সংস্থা সম্প্রতি তিনটি ল্যাপটপ লঞ্চ করেছে। একই সঙ্গে দেশে লঞ্চ হয়েছে আসুস জেনবুক ১৪ ফ্লিপ (Asus Zenbook 14 Flip OLED) OLED, ভিভোবুক এস ১৪ ফ্লিপ (Asus Vivobook S 14 Flip) এবং ভিভোবুক ১৫ ল্যাপটপ (Asus Vivobook 15)। এর মধ্যে ভিভোবুক এস ১৪ ফ্লিপ ল্যাপটপ AMD এবং ইন্টেল প্রসেসর- দুটো ভার্সানেই পাওয়া যাবে। এর পাশাপাশি জেনবুক ১৪ ফ্লিপ OLED ল্যাপটপে রয়েছে লেটেস্ট গেমিং গ্রেড intel 12th Gen H-series প্রসেসর। এছাড়া ভিভোবুক ১৫ হল একটি ফ্লিপ ডিজাইন এবং হাল্কা ওজনের টাচস্ক্রিন ল্যাপটপ। আসুস সংস্থার দাবি এই ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও জানা গিয়েছে, জেনবুকের মডেলগুলোতে রয়েছে একটি 360-degree ErgoLift hinge ডিজাইন।
ভারতে আসুসের এই তিনটি ল্যাপটপের দাম
আসুস জেনবুক ১৪ ফ্লিপ OLED ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৯৯,৯৯০ টাকা থেকে। অন্যদিকে ভিভোবুক এস ১৪ ফ্লিপ ল্যপটপের দাম শুরু হচ্ছে ৬৬,৯৯০ টাকা থেকে। এছাড়াও ভিভোবুক ১৫ ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৪৯,৯৯০ টাকা থেকে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের পাশাপাশি আসুস ই-শপ কিংবা আসুসের এক্সক্লুসিভ স্টোর থেকে এই ল্যাপটপগুলি কেনা যাবে। এর মধ্যে থেকে ভিভোবুক ১৫ ল্যাপটপ কেনা থাকবে ফ্লিপকার্ট থেকেও।
আসুস জেনবুক ১৪ ফ্লিপ OLED ল্যাপটপের স্পেসিফিকেশন
১৪ ইচির OLED টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপে। with up to 12th Gen Intel H-series processors রয়েছে এখানে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১৬ জিবি র্যাম। প্রায় ১ টিবি পর্যন্ত স্টোরেজও রয়েছে এই ল্যাপটপে। ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ১.৫ কেজি ওজনের এই ল্যাপটপে।
আসুস ভিভোবুক এস ১৪ ফ্লিপ ল্যাপটপের স্পেসিফিকেশন
এই ল্যাপটপেও রয়েছে ১৪ ইঞ্চির IPS প্যানেলে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। এই ল্যাপটপে ইন্টেল এবং AMD দু’রকমের প্রসেসরই দেখা যাবে। ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ভি৫- এর সাপোর্টও রয়েছে। স্টিরিও স্পিকার এবং Harman-Kardon অডিও সাপোর্ট রয়েছে এই ল্যাপটপে।
আসুস ভিভোবুক ১৫ ল্যাপটপের ফিচার ও স্পেসিফিকেশন
১৫.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপে। এছাড়াও রয়েছে Intel Core i5 1240P প্রসেসর। ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। বাকি দুটো ল্যাপটপের তুলনায় এই ল্যাপটপ সামান্য ভারী।
আরও পড়ুন- স্মার্টফোনের জগত থেকে বিদায় নিয়েও এলজি লঞ্চ করল নতুন আলট্রা ট্যাব, দেখে নিন ফিচার