Loan Apps: এই ১৫ লোন অ্যাপ মোবাইলে থাকলে বাড়বে বিপদ, সর্বস্বান্ত হয়েছেন ৮০ লক্ষেরও বেশি মানুষ
Fake Instant Loan App: ম্যাকাফি মোবাইল রিসার্চ এই ১৫টি ভুয়ো অ্যাপ চিহ্নিত করেছে। এর মাধ্যমে অনেক কম সুদের হারে বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার লোভ দেখানো হত মানুষকে।
Fake Loan App: সাইবার জালিয়াতির সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে দেশে। প্রতারকরা নিত্য-নতুন উপায়ে মানুষকে ঠকিয়ে সর্বস্বান্ত করছেন। মানুষের ব্যক্তিগত গোপনীয় তথ্য জেনে এবং ওটিপি হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করছেন প্রতারকরা। আর এর মধ্যে রয়েছে ভুয়ো লোন অ্যাপগুলিও (Loan Apps)। এর মাধ্যমে অনেক কম সুদের হারে (Fake App) বড় অঙ্কের লোন পাইয়ে দেবার লোভ দেখিয়ে কিছু কিছু মোবাইল অ্যাপ ফাঁদে ফেলছে মানুষকে। তারপর ব্ল্যাকমেল করে তাদের থেকে গোপনীয় তথ্য জেনে নিচ্ছে প্রতারকরা। এমন ১৫টি লোন অ্যাপ (Fake Loan Apps) চিহ্নিত করা হয়েছে, যেগুলি প্লে স্টোরে প্রচুর মানুষ ডাউনলোড করেছেন এবং সারা দেশে প্রায় ৮০ লক্ষ মানুষ এই অ্যাপগুলির কারণে সর্বস্বান্ত হয়েছেন।
কীভাবে চিহ্নিত করা হল এই অ্যাপ
ম্যাকাফি মোবাইল রিসার্চ এই ১৫টি ভুয়ো অ্যাপ চিহ্নিত করেছে। এর মাধ্যমে অনেক কম সুদের হারে বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার লোভ দেখানো হত মানুষকে। প্রথম দেখায়, এই সমস্ত অ্যাপগুলিকে বৈধ বা বিশ্বাসযোগ্য বলেই মনে হবে, কিন্তু এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করলেই আপনার গোপনীয় তথ্য সংগ্রহ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করে নিতে পারে। একবার তথ্য সংগ্রহ করা হয়ে গেলে প্রতারকদের কাজ শুরু হয়ে যায়। ব্ল্যাকমেল করে গ্রাহকদের থেকে বহু লক্ষ টাকা এভাবে হাতিয়ে নিয়েছে প্রতারকরা।
কীভাবে ব্ল্যাকমেল করা হত
বিশ্বাসযোগ্য নাম দিয়ে প্রতারকরা এই সমস্ত অ্যাপ লঞ্চ করেছে, এমন যেন মনে হয় যে এগুলি কোনো আর্থিক প্রতিষ্ঠানের বৈধ অ্যাপ। সমাজমাধ্যমে এগুলির বিজ্ঞাপনও করা হয় বহুলভাবে। এইভাবে মানুষের বিশ্বাস জয় করে মানুষ যদি একবার ডাউনলোড করে এই অ্যাপ তাহলে তাঁর ফোন থেকে এসএমএস, কল লগ, কন্ট্যাক্ট লিস্ট নিয়ে নেয় প্রতারকরা। কল রেকর্ডিং, ক্যামেরা, মাইক্রোফোনের পারমিশনও নিয়ে নেয় এই অ্যাপগুলি। পরে এভাবেই ব্ল্যাকমেল করা হয় গ্রাহকদের।
এই অ্যাপগুলি ভুয়ো হিসেবে চিহ্নিত হয়েছে
Préstamo Seguro-Rápido, seguro
Préstamo Rápido-Credit Easy
RupiahKilat-Dana cair
KreditKu-Uang Online
Dana Kilat-Pinjaman kecil
Cash Loan-Vay tiền
RapidFinance
PrêtPourVous
Huayna Money
IPréstamos: Rápido
ConseguirSol-Dinero Rápido
ÉcoPrêt Prêt En Ligne
এই ধরনের অ্যাপগুলির মধ্যে একটিও যদি আপনার ফোনে ডাউনলোড করা থাকে তাহলেই বিপদ, এখনই তা মুছে ফেলতে হবে। রিপোর্ট আসার পরে প্লে স্টোরেও কিছু কিছু অ্যাপ মুছে দেওয়া হয়েছে, কিছু কিছু অ্যাপ আবার ডেভেলপাররা আপডেট করেছেন।
আরও পড়ুন: Viral Video: ছেলের বিয়েতে ২০ জন রাশিয়ান নর্তকী আনল বাবা ! ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা