Best Smartphones Under Rs 7000: ভারতে সাত হাজার টাকারও কমে পাবেন এই স্মার্টফোনগুলি, কোথা থেকে কিনবেন? তালিকায় কোন কোন মডেল রয়েছে?
Smartphones: ৭০০০ টাকার কম দামে পাবেন ঝাঁচকচকে স্মার্টফোন। কোথা থেকে কেনা যাবে? কোন কোন মডেল পাবেন? দেখে নেওয়া যাক তালিকা।
Best Smartphones Under Rs 7000: বাজেট সেগমেন্টের স্মার্টফোন (Budget Segment Smartphones) এখন ভারতের বাজারে বেশ জনপ্রিয়। সাধারণত ১০ হাজার টাকার (Under Rs 10,000) মধ্যেই এইসব ফোনের দাম হয়। সম্প্রতি ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) ওয়েবসাইটে বেশ কয়েকটি স্মার্টফোনের খোঁজ পাওয়া গিয়েছে যার দাম ৭০০০ টাকারও কম (Phones Under 7000)। এই তালিকায় কোন সংস্থার কোন ফোন রয়েছে একনজরে দেখে নেওয়া যাক।
রিয়েলমি নারজো ৫০আই প্রাইম
অ্যামাজন থেকে এই ফোন এখন কেনা যাবে ৬৯৯৯ টাকায়। রিয়েলমির এই ফোনে রয়েছে একটি Unisoc T612 প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব ১ টিবি পর্যন্ত। রিয়েলমি নারজো সিরিজের এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
রেডমি এ২
অ্যামাজন থেকে এখন এই ফোন কেনা যাবে ৬৭৯৯ টাকায়। রেডমির এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এর সঙ্গে ৩ জিবি পর্যন্ত র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এক্সটার্নাল স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। রেডমি এ২ ফোনে রয়েছে ১৬.৫ সেন্টিমিটারের এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের রেয়ার বা ব্যাক প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি এ২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
টেকনো স্পার্ক ৯
টেকনো সংস্থার এই স্মার্টফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর যার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। আর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। টেকনো স্পার্ক ৯ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের দাম ভারতে এখন ৬৯৯৯ টাকা, কেনা যাবে অ্যামাজন থাকে।
টেকনো পপ ৭ প্রো
টেকনো সংস্থার এই ফোনে মিডিয়াটেক এমটি৬৭৬১ হেলিও এ২২ প্রসেসর। তার সঙ্গে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে এক্সটার্নাল স্টোরেজ। টেকনো পপ ৭ প্রো ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এর সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ভারতে এই ফোন এখন কিনতে পারবেন ৬০৯৯ টাকায়, অ্যামাজন থেকে।
আইটেল এ৬০এস
আইটেল সংস্থার এই ফোন এখন অ্যামাজন থেকে কেনা যাবে ৫৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে একটি Unisoc SC9863A1 প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ও এক্সটার্নাল স্টোরেজ যুক্ত রয়েছে। আইটেল এ৬০এস ফোনে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট।
আরও পড়ুন- ভারতে ৩০ হাজারের কমে পাবেন এই তিন ল্যাপটপ, আজই শেষ সুযোগ, কোথা থেকে কিনবেন?