BSNL 5G: ভারতে চালু BSNL 5G, সিম ছাড়াই করবে কাজ, কত খরচ?
BSNL 5G Service: ভারতে ৫জি পরিষেবা চালু করেছে বিএসএনএল। সিম ছাড়াই ব্যবহার করা যাবে এই নেটওয়ার্ক। খরচ কত?

BSNL 5G: ভারতে বিএসএনএল ৫জি লঞ্চ হয়েছে। আর নতুন Quantum 5G Fixed Wireless Access সার্ভিস নেটওয়ার্কের সাহায্যে এই পরিষেবা কাজ করতে পারবে একটি সিম বা একটি মোবাইল ডিভাইস ছাড়া। বিএসএনএল- এর দাবি, 5G FWA ইন্টারনেট ইউজারদের হাই-স্পিডের ইন্টারনেট নেটওয়ার্ক পরিষেবা দেবে। কোনও cable বা অন্যান্য সরঞ্জামের প্রয়োজন পড়বে না। আপাতত BSNL 5G নির্দিষ্ট কিছু এলাকায় উপলব্ধ রয়েছে। তবে বিএসএনএল যে অবশেষে ৫জি পরিষেবা দেশের অন্তত কিছু অঞ্চলে চালু হয়েছে, তা জেনে খুশি ইউজারদের অনেকেই।
সিম ছাড়া BSNL 5G- এর খরচ ভারতে কত? কীভাবে কাজ করবে এই নেটওয়ার্ক?
BSNL 5G FWA পরিষেবার খরচ ভারতে একমাসে ৯৯৯ টাকা। এই পরিষেবার মাধ্যমে আপনি পাবেন ১০০ এমবিপিএস ডেটা স্পিড। এছাড়াও এক বছরের একটি প্ল্যান রয়েছে, যার খরচ ১৪৯৯ টাকা। এখানে ৩০০ এমবিপিএস পর্যন্ত ডেটা স্পিড পাবেন ইউজাররা।
যদিও বিএসএনএল- এর এই 5G FWA পরিষেবা এবছর সেপ্টেম্বর মাসে চালু হবে বলে শোনা গিয়েছে। বেঙ্গালুরু, পুণে, চণ্ডীগড়, বিশাখাপত্তনম, পুদুচেরি এবং গোয়ালিয়র- এইসব রাজ্যে প্রথমে পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে। ভারতে অন্যান্য টেলিকম সার্ভিস প্রোভাইডাররা আগেই ৫জি পরিষেবা চালু করেছে। সিম ছাড়া ৫জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাও রয়েছে এইসব টেলিকম সংস্থার। এবার সেই প্রতিযোগিতাতেই নাম লেখাল বিএসএনএল। তবে এখনও বিএসএনএল- এর তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি যে কবে তাদের সিম ছাড়া ৫জি নেটওয়ার্ক পরিষেবা চালু হবে এবং কোথায় কোথায় চালু হবে।
বর্তমানে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল দেশে তাদের নেটওয়ার্ক বাড়াচ্ছে। এখন BSNL তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন সুবিধা শুরু করেছে। যেখানে সংস্থার মাধ্যেমে আপনি BSNL এর 5G সিম কার্ড অনলাইনে অর্ডার করতে পারবেন। সবথকে বড় খবর, এই সিমটি মাত্র 90 মিনিটের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে। তথ্য বলছে, এর আগে এয়ারটেল ব্লিঙ্কিটের সহযোগিতায় 10 মিনিটে সিম ডেলিভারির পরিষেবা শুরু করেছিল, তবে এখন বিএসএনএলও তাদের নতুন পরিষেবা শুরু করেছে, যে কারণে এখন মাত্র 90 মিনিটের মধ্যে সিম পৌঁছে যাবে আপনার বাড়িতে। বেসরকারি টেলিকম কোম্পানির পাশাপাশি এবার 5G পরিষেবা দেবে সরকারি সংস্থা BSNL। আপনি চাইলেই ঘরে পৌঁছে যাবে কোম্পানির সিম। আবেদনের মাত্র দেড় ঘণ্টার মধ্যে ঘরে পাবেন এই সুবিধা।






















