Deepfakes: 'ডিপফেক' নিয়ে আরও কড়া কেন্দ্রে, নির্মাতা এবং যে মাধ্যমে চলছে, জরিমানা নেওয়া হবে উভয়ের থেকেই
Deepfake Video: কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গণতন্ত্রের ক্ষেত্রে 'ডিপফেক' একটি নতুন ত্রাস। এই ধরনের কনটেন্টের দায় নির্মাতা এবং যে মাধ্যমে চলছে, উভয়পক্ষেরই।
Deepfakes: প্রতারণার নতুন ফাঁদ 'ডিপফেক' (DeepFake Videos)। এতদিন আর্থিক প্রতারণার শিকার হয়েছেন সাধারণ মানুষ। কিংবা আমআদমির ব্যক্তিগত ও গোপন এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার এবং স্ক্যামাররা। তবে এবার শুরু হয়েছে 'ডিপফেক' (Deepfakes) ভিডিওর ত্রাস। শিকার হচ্ছেন তারকারাও। আপত্তিকর ছবি কিংবা ভিডিওতে যুক্ত করা হচ্ছে তাঁদের মুখ। এমনভাবে তৈরি করা হচ্ছে এইসব 'ডিপফেক' ভিডিও যা একঝলকে দেখে আসল বলে ভাবতে বাধ্য হবেন আপনি। আর এই 'ডিপফেক' ভিডিও নিয়ে এবার নয়া নিয়ম-নীতি জারি করেছে কেন্দ্রীয় সরকার।
'ডিপফেক' ভিডিওর শিকার হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যারা এই ধরনের ভিডিও তৈরি করবে এবং যে মাধ্যমে তা সম্প্রচার হবে অর্থাৎ দেখা যাবে, উভয়পক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রের তরফে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম এবং যেসব সংস্থা আর্টিফিশিয়াল ইটেলিজেন্স টুলস নিয়ে কাজ করছে তাদের সঙ্গে একটি বৈঠক করা হয়েছে। এরপর অশ্বিনী বৈষ্ণব (IT Minister) জানিয়েছেন, গণতন্ত্রের ক্ষেত্রে 'ডিপফেক' একটি নতুন ত্রাস। এই ধরনের কনটেন্টের দায় নির্মাতা এবং যে মাধ্যমে চলছে, উভয়পক্ষেরই। আর তাই সরকার দু'তরফের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেবে। জরিমানা নেওয়া হবে দু'টি পক্ষের থেকেই।
কী কী আলোচনা হয়েছে এই বৈঠকে
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চারটি মূল বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
১। কীভাবে 'ডিপফেক' ভিডিও বা ছবি শনাক্ত করা যাবে
২। কীভাবে মানুষ 'ডিপফেক' ভিডিও পোস্ট করা থেকে নিরাপদে থাকবেন
৩। কীভাবে এই জাতীয় কনটেন্ট ভাইরাল হওয়া থেকে রুখে দেওয়া যাবে
৪। কোনও অ্যাপ কিংবা ওয়েবসাইটে কীভাবে একটি রিপোর্টিং মেকানিজম বা ব্যবস্থা চালু করা যেতে পারে যার সাহায্যে ওই মাধ্যম এবং কর্তৃপক্ষকে ডিপফেকের ব্যাপারে সতর্ক করা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
এর পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলার কথাও বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর এই ব্যাপারে তিনি বলেছেন, সরকার, মিডিয়া এবং শিল্পজগতকে একসঙ্গে কাজ করতে হবে। অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন যে এই বৈঠকের পর এটা স্পষ্ট যে ডিপফেক জাতীয় কনটেন্টের জন্য নতুন নিয়ম লাঘু করার প্রয়োজনীয়তা রয়েছে। দ্রুততার সঙ্গে এখন থেকেই সেই কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে এও বলেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন নিয়ম-নীতির খসড়া তৈরির কাজ শেষ করার চেষ্টাও করা হবে। 'ডিপফেক' ভিডিও বা ছবির ক্ষেত্রে নির্মাতা এবং যে মাধ্যমের সাহায্যে তা ছড়িয়ে পড়েছে উভয়পক্ষকেই জবাবদিহি করতে হবে, এই বিষয়টির উপর বারংবার জোর দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও জানিয়েছেন, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পরবর্তী বৈঠক হবে এবং এদিনের বৈঠকে যা আলোচনা হয়েছে তার নিরিখে কী কী কাজ করা হয়েছে সেই বিষয়ে পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন- ভারতে ২০০০ টাকার কমে কোন কোন স্মার্টওয়াচ কিনতে পারবেন, রইল তারই তালিকা