CMF Neckband Pro: ভারতে হাজির CMF নেকব্যান্ড প্রো, মাত্র ১০ মিনিটের চার্জে চলবে প্রায় ১৮ ঘণ্টা ! দাম কত
Neckband Earphone: CMF নেকব্যান্ড প্রো মডেলে রয়েছে ট্রিপল ট্যাপ জেসচার। এর সাহায্যে ভলিউম, প্লে, পজ এবং স্কিপ ট্র্যাক এইসব নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও এই ফিচারের মাধ্যমে ANC ফিচার নিয়ন্ত্রণ সম্ভব।
![CMF Neckband Pro: ভারতে হাজির CMF নেকব্যান্ড প্রো, মাত্র ১০ মিনিটের চার্জে চলবে প্রায় ১৮ ঘণ্টা ! দাম কত CMF Neckband Pro Launched in India Know the Price and Specifications of this Audio Device CMF Neckband Pro: ভারতে হাজির CMF নেকব্যান্ড প্রো, মাত্র ১০ মিনিটের চার্জে চলবে প্রায় ১৮ ঘণ্টা ! দাম কত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/06/c174ab3b50c062d0dfd48bab40d5a69e1709711945237485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
CMF Neckband Pro: নাথিং সংস্থার তৃতীয় ফোন নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) ভারতে লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। এর সঙ্গেই নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড CMF ভারতে লঞ্চ করেছে CMF নেকব্যান্ড প্রো (CMF Neckband Pro)। জানা গিয়েছে, CMF নেকব্যান্ড প্রো ডিভাইসে রয়েছে ৫০ ডেসিবেলের হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (Hybrid Active Noise Cancellation) ফিচারের সাপোর্ট। নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড CMF- এর এই অডিও এবং ওয়্যারেবল ডিভাইসের (Audio and Wearable Device) দাম এবং অন্যান্য তথ্য জেনে নেওয়া যাক।
CMF নেকব্যান্ড প্রো- এর দাম ভারতে কত, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে, কোথা থেকে এবং কী কী রঙে কেনা যাবে, কী অফার রয়েছে
নাথিং কোম্পানির সাব-ব্র্যান্ড CMF যে নেকব্যান্ড প্রো ভারতে লঞ্চ করেছে তার দাম ১৯৯৯ টাকা। ডার্ক গ্রে (গাঢ় ধূসর), লাইট গ্রে (হাল্কা ধূসর) এবং অরেঞ্জ (কমলা) - এই তিনটি রঙে এই অডিও ডিভাইস লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, CMF বাডস- এর বিক্রি শুরু হচ্ছে আগামী ৮ মার্চ দুপুর ১২টা থেকে। লিমিটেড এডিশনের ক্ষেত্রে এই ইয়ারবাডস কেনা যাবে ২২৯৯ টাকা। এমনিতে কোনও লঞ্চ অফার কিংবা ইন্ট্রোডাক্টরি প্রাইস নেই এই ইয়ারবাডসের ক্ষেত্রে। ফ্লিপকার্ট, মিন্ত্রা, ক্রোমা এবং বিজয় সেলস থেকে CMF- এর এই অডিও এবং ওয়্যারেবল প্রোডাক্টটি কেনা যাবে। আনুষ্ঠানিক ভাবে বিক্রি শুরুর আগে ৬ মার্চ দুপুর ১২টায় মিন্ত্রা- তে এক্সক্লুসিভ ভাবে লিমিটেড ড্রপ অর্থাৎ অফার পাবেন ক্রেতারা।
CMF নেকব্যান্ড প্রো- এর বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ইয়ারফোনে রয়েছে ১৩.৬ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার ইউনিট। এই অডিও ডিভাইসে সংস্থার নিজস্ব Ultra Bass technology 2.0- এর সাপোর্ট রয়েছে।
- CMF নেকব্যান্ড প্রো- তে রয়েছে ট্রান্সপারেন্সি মোড এবং পাঁচটি মাইক্রোফোন। এছাড়াও থাকছে CMF- এর Clear Voice Technology- র সাপোর্ট।
- এই অডিও ডিভাইস IP55 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ইয়ারফোন। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ডিভাইস সহজে নষ্ট হবে না।
- CMF নেকব্যান্ড প্রো মডেলে রয়েছে ট্রিপল ট্যাপ জেসচার। এর সাহায্যে ভলিউম, প্লে, পজ এবং স্কিপ ট্র্যাক এইসব নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও এই ফিচারের মাধ্যমে ইউজার অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারও নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ইয়ারফোনে Nothing X অ্যাপের সাপোর্টও পাওয়া যাবে।
- CMF নেকব্যান্ড প্রো ইয়ারফোনে রয়েছে ২২০ এমএএইচের একটি ব্যাটারি যেখানে একবার পুরো চার্জ দিলে প্রায় ৩৭ ঘণ্টা একটা প্লেব্যাক টাইমের সাপোর্ট পাওয়া যাবে। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কারণে মাত্র ১০ মিনিটের চার্জে এই ইয়ারফোন প্রায় ১৮ ঘণ্টা ব্যবহার করা যাবে। তবে সেই সময়ে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারে বন্ধ থাকতে হবে।
আরও পড়ুন- মার্চেই ভারতে আসছে স্যামসাংয়ের দুটো নতুন গ্যালাক্সি ফোন, কবে কোন কোন মডেল লঞ্চ হতে পারে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)