Cyber Attack: এভাবেই হ্যাক হয় আপনার ডিভাইস ! জেনে নিন, কীভাবে সুরক্ষিত রাখবেন
Cyber Crime: কেবল ইন্টারনেটের সঙ্গে আপনার ডিভাইস যুক্ত থাকলেই হতে পারে মারাত্মক ক্ষতি। অনেক ক্ষেত্রেই আপনার সামান্য ভুলের কারণে হ্যাকারদের শিকার হতে পারে আপনার ল্যাপটপ
Cyber Crime: কেবল ইন্টারনেটের সঙ্গে আপনার ডিভাইস যুক্ত থাকলেই হতে পারে মারাত্মক ক্ষতি। অনেক ক্ষেত্রেই আপনার সামান্য ভুলের কারণে হ্যাকারদের শিকার হতে পারে আপনার ল্যাপটপ, ডেক্সটপ ছাড়াও মোবাইল। সেই ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করলেই সুরক্ষিত রাখতে পারবেন আপনার ডিভাইস।
Cyber Attack: হ্যাকিং কীভাবে হয় ?
আপনার মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ বা ইন্টারনেটের সঙ্গে যুক্ত যেকোনও ডিভাইস হ্যাক করতে পারে হ্যাকাররা। তবে সেই কাজ করতে সবার আগে সাইবার অপরাধীরা আপনাকে ইমেইলে বার্তা পাঠায়। সেখানে একটি লিঙ্ক দিয়ে রাখে হামলাকারী হ্যাকাররা। আপনাকে ফাঁদে ফেলতে ব্যাবহার করা হয় কোনও প্রলোভনের লিঙ্ক। একবার পছন্দের কিছু দেখে লিঙ্কে ক্লিক করলেই হ্যাকার হানার শিকার হন ইউজাররা।
Cyber Crime: ক্যামেরা হ্যাকিং সবচেয়ে বিপজ্জনক !
যেকানেও ব্যক্তির ডিভাইসেই তাঁর ব্যক্তিগত বা পেশাদার তথ্য থাকে। তাই হ্যাকাররা আপনার ডিভাইস হ্যাক করলে সেই তথ্য তাদের হাতে চলে যায়। সবথেকে বিপজ্জনক বিষয় ক্যামেরা হ্যাকিং। এর মাধ্যমে আপনার ক্যামেরারও নিয়ন্ত্রণনিতে পারে প্রতারকরা। এই কাজ করতেও হ্যাকাররা আপনার আগ্রহী ওয়েবসাইটের লিঙ্ক মেইলের মাধ্যমে পাঠায়। ব্যবহারকারী এই লিঙ্কগুলিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি ব্যবহারকারীর সিস্টেমে RAT (রিমোট অ্যাক্সেস ট্রোজান) অ্যাক্সেসের জন্য অনুরোধ করে ও অ্যাক্সেস দেওয়ামাত্রই আপনার মেশিনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। স্ক্যামাররা প্রথমে আপনার ডিভাইসে স্পাইওয়্যার ইনস্টল করে। যাতে আপনার ডিভাইস সম্পূর্ণরূপে তাদের দখলে চলে যায়।
Cyber Attack: কীভাবে হ্যাকিং এড়ানো যায়
একটু যত্ন নিলে হ্যাকিং এড়ানো বেশ সহজ।
1 কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না।
2 আপনার আগ্রহের নয়, এমনকী কোনও অজানা এমন কোনও মেইল খুলবেন না।
3 শুধুমাত্র অফিশিয়াল স্টোর থেকে আপনার ডিভাইসে যেকোনও অ্যাপ ডাউনলোড করুন।
4 ডিভাইসের ক্যামেরার জন্য একটি কভার ব্যবহার করুন।
5 সর্বদা আপনার ডিভাইস আপ টু ডেট রাখুন
6 আপনার গোপন নথি কারও সঙ্গে শেয়ার করবেন না।