Cyber Scam: 'পুলিশ' ফোন করে ঘুষ চাইছে ? না দিলে 'গ্রেফতার'! খপ্পরে পড়েছেন
Cyber Scam Fraudsters Pretending Police Officers: ফোন এসেছে থানা থেকে। গুরুতর অপরাধ করেছে আপনার এক আত্মীয়। আত্মীয়কে বাঁচাতে হলে আপনাকে দিতে হবে…।
Cyber Scam: ফোনটা হঠাৎ বেজে উঠল। ধরতেই ওপার থেকে একজন বলে উঠলেন অমুক থানা থেকে বলছি। আপনার এক আত্মীয় বেআইনি কাজ করতে গিয়ে পুলিশে ধরা পড়েছে। তাঁর নামে মামলা রুজু করবে পুলিশ। এই অবস্থায় আপনি ভয় পেয়ে কাকুতি মিনতি শুরু করলেন। তখনই আপনার কাছে মোটা অঙ্কের ‘ঘুষ’ চেয়ে বসলেন উল্টোদিকের পুলিশ। বলা হল, অনলাইনে পেমেন্ট করতে হবে নির্দিষ্ট আইডিতে। আর সেই মাফিক আপনি টাকা পাঠিয়েও দিলেন। ব্যস, যখন আপনি ভাবছেন, নিশ্চিন্ত হয়েছেন। ঠিক তার পর থেকেই শুরু হবে আপনার বিপদ। কারণ এতক্ষণ ফোনের ওপারে যিনি ছিলেন তিনি পুলিশ নন। একজন সাইবার প্রতারক।
শুধু পুলিশ নয়
শুধু পুলিশ নয়, এভাবে মোটা অঙ্কের টাকা দাবি করছে সিআইডি, সিবিআই, ইডি, আরবিআইসহ বিভিন্ন সরকারি সংস্থার আধিকারিকরা। কিন্তু আদতেও তারা সেখানে কাজ করেন না। অর্থাৎ পুরোটাই ভুয়ো। কিছু ব্যক্তি এই সংস্থাগুলির কর্মরত আধিকারিক সেজে প্রতারণা করছেন মানুষদের সঙ্গে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে এই বিষয়ে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষদের। হোয়াটসঅ্যাপ ও স্কাইপকেই মূলত ব্যবহার করা হচ্ছে এই ধরনের ফোনের জন্য।
ভিডিয়ো কলে মুখোমুখি কথা বলছেন প্রতারকেরা
স্কাইপ ভিডিয়ো কলকে প্রতারণার কাজে লাগানো হচ্ছে। ফিটফাট পোশাক পরে প্রতারকেরা ক্যামেরার সামনে এসে বসছে। কথা বলছে পাক্কা অফিসারদের মতোই। এই ব্যাপারেই সতর্ক করা হল।
কী পদক্ষেপ সরকারের ?
সম্প্রতি কেন্দ্রীয় সরকার এমন ১০০০টি স্কাইপ আইডিকে চিহ্নিত করেছে। সেগুলিকে মাইক্রোসফটের সাহায্যে ব্লক করে দেওয়া হয়েছে। এছাড়াও, এই কাজের জন্য ব্যবহৃত সিম কার্ড, মোবাইল ডিভাইস, মিউল অ্যাকাউন্টের তথ্যও সংগ্রহ করেছে সরকার। সেগুলিকে একে একে ব্লক করে দেওয়া হয়েছে।
কীভাবে সুরক্ষিত থাকবেন ?
- সাধারণত সরকারি আধিকারিকরা সরাসরি ফোনে ফোন করে যোগাযোগ করেন। হোয়াটসঅ্যাপ বা স্কাইপের মতো মেসেজিং অ্যাপগুলিতে নয়। ফলে এগুলিতে যখন ফোন আসছে, তখনই সতর্ক হোন।
- ফোনে আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাইলেই সতর্ক হোন। উল্টে পরিচয়পত্র, থানা, নাম জানতে চান। সেই তথ্য়গুলি আদৌ সত্যি কি না যাচাই করে নিন।
- আর্থিক লেনদেনের কথা উঠলে সতর্ক অবশ্য়ই হতে হবে। কোনওরকম টাকা পাঠানো এই ক্ষেত্রে ঠিক নয়।
- সরকারি ওয়েবসাইটে গিয়ে এই ব্যাপারে রিপোর্ট করুন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Google Chrome Security Issues: গুগল ক্রোম ব্যবহার করেন ? সতর্ক করল সরকার, নিরাপদ থাকতে কী পরামর্শ ?