Google Chrome Security Issues: গুগল ক্রোম ব্যবহার করেন ? সতর্ক করল সরকার, নিরাপদ থাকতে কী পরামর্শ ?
Government Warning On Google Chrome: গুগল ক্রোম নিয়ে এবার সতর্ক করল কেন্দ্রীয় সরকারের সংস্থা সার্ট-ইন। নিরাপদ থাকতে কী করার পরামর্শ দিল সরকার ?
Government Warning On Google Chrome: কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের তরফে এবার নয়া সতর্কতা জারি করা হল। গুগল ক্রোম নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে। গুগল ক্রোম আপডেট করতে অনুরোধ করেছে সার্ট-ইন। যারা এই ব্রাউজারটি ব্য়বহার করেন, তাদেরই এই অনুরোধ করা হয়েছে। কারণ ব্রাউজারের কিছু ডেস্কটপ ভার্সন ভালনারেবল। অর্থাৎ কোনও সাইবার অপরাধী চাইলেই ব্রাউজার মারফত গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে।
ঠিক কী সমস্যা গুগল ক্রোমে ?
সার্ট-ইনের রিপোর্টে বলা হয়েছে, গুগল ক্রোমের নির্দিষ্ট কিছু ভার্সনে বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রয়েছে। এই সমস্যার জেরে একজন গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। সার্ট-ইন তাই পরামর্শ দিয়েছে ব্রাউজারটি আপডেট করে নিতে। ডেস্কটপ ভার্সনের ব্রাউজার সরাসরি গুগলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। সে ক্ষেত্রে গুগলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর এটি ডেস্কটপে ইনস্টল করে নিতে হবে।
কী বলছে সার্ট-ইনের অ্যাডভাইসারি
গুগল ক্রোমের কিছু নির্দিষ্ট ভার্সনে বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। এই নিরাপত্তার ফাঁক গলে অনায়াসে তথ্য হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা। এমনকি তারা নিজেদের ইচ্ছেমতো কোডও রান করাতে পারে সিস্টেমে। মূলত ক্রোমের দুটি ভার্সন 125.0.6422.60 (Linux) ও 125.0.6422.60/.61( Windows, Mac)-এর কথাই বলা হয়েছে সার্ট-ইনের অ্যাডভাইসারিতে।
সিকিউরিটি আপডেট মিলবে কীভাবে ?
সার্ট-ইনের অ্যাডভাইসারিতে বলা হয়েছে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের ক্রোম আপডেট করে নিতে হবে। মূলত ক্রোমের সিকিউরিটি আপডেটের ওপর জোর দেওয়া হয়েছে। এই সিকিউরিটি আপডেটগুলি ক্রোমের অফিসিয়াল সাইটে উপলব্ধ।
কীভাবে আপডেট করবেন গুগল ক্রোম ?
- গুগল ক্রোম আপডেট করার জন্য প্রথমে ডেস্কটপে ব্রাউজার খুলতে হবে।
- এরপরে ডানদিকের কোনায় থাকা তিনটি ডট-এ ক্লিক করুন।
- সেখানে গিয়ে হেল্প সেকশনে যান।
- এর পর অ্যাবাউট ক্রোমে যেতে হবে।
- এখানে গেলেই ক্রোম নিজে থেকে অ্যাভেলেবেল আপডেট সার্চ করে নেবে।
- এর পর সেই আপডেটটি সিস্টেমে ডাউনলোড হবে।
- ডাউনলোডের পর ইনস্টল করে নিলেই সিস্টেমে চলে আসবে লেটেস্ট ভার্সনটি।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Online Scam: ওয়ার্ক ফ্রম হোমের আড়ালে ৫৪ লক্ষ টাকা খোয়ালেন অন্তঃসত্ত্বা !