Data Protection Bill: ২৫০ কোটি টাকা জরিমানার বিধান ! ডেটা সুরক্ষা বিল এলে কী লাভ আপনার ?
Digital Personal Data Protection Bill: সংসদের আগামী অধিবেশনেই হতে পারে বড় সিদ্ধান্ত। ইতিমধ্যেই ডেটা সুরক্ষা বিল আনতে অনেকটাই এগিয়েছে কেন্দ্রীয় সরকার।
Digital Personal Data Protection Bill: সংসদের আগামী অধিবেশনেই হতে পারে বড় সিদ্ধান্ত। ইতিমধ্যেই ডেটা সুরক্ষা বিল আনতে অনেকটাই এগিয়েছে কেন্দ্রীয় সরকার। তৈরি হয়েছে খসড়া। জেনে নিন, এই বিল এলে আপনি কী সুবিধা পাবেন।
Data Protection Bill: শীঘ্রই আসছে বিল
সরকার ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল, ২০২২ এর খসড়া ইতিমধ্য়েই তৈরি করেছে। ডিজিটাল বিশ্বকে নিরাপদ করতে এটি চালু করতে চলেছে মোদি সরকার । এখন কোম্পানিকে আপনার ব্যক্তিগত ডেটা ব্যবহারের জন্য অনুমোদন নিতে হবে। কোনও কারণে ডেটা অপব্যবহার করলে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে এই খসড়া বিলে। এই খসড়ার সঙ্গে সম্পর্কিত সকলের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। জানা গেছে, সরকার বাজেট অধিবেশনে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল, ২০২২ পেশ করতে পারে।
Data Protection Bill: ২৫০ কোটি টাকার জরিমানার বিধান
ডিজিটাল দুনিয়ায় ডেটা নিরাপদ রাখতে এই বিল আনা হচ্ছে। এই বিলটি সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার পরে গ্রাহকের সম্মতি ছাড়া ডেটা ব্যবহার করতে পারবে না কোম্পানিগুলি। কোনও কারণে কোম্পানি ডেটা নিয়ে অপব্যবহার করলে এই বিলে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে । এতে লেখা আছে, সরকার চাইলে দেশের স্বার্থে এজেন্সিগুলিকে তার পরিধির বাইরে রাখতে পারে।
Digital Personal Data Protection Bill: দেশেই ডেটা স্টোরেজ করা হবে
শোনা যাচ্ছে, তথ্য সংরক্ষণের জন্য এই সার্ভারটি দেশে বা বন্ধু দেশে হতে পারে। শাঘ্রই বন্ধুপ্রতিম এই দেশগুলির তালিকা প্রকাশ করবে সরকার। সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলি সীমাহীন সময়ের জন্য তাদের কাছে ডেটা রাখতে পারবে এই নতুন বিল এলে। এর পাশাপাশি ডেটা প্রোটেকশনের জন্য একটি আলাদা বোর্ড গঠন করা হবে। হাইকোর্টে আপিল করা গেলেও বোর্ডের আদেশ মেনে চলা বাধ্যতামূলক হবে এই বিলে।
Data Protection Bill: কী রয়েছে খসড়ায় ?
খসড়ায় বলা হয়েছে যেকোনও ধরনের ডেটা সুরক্ষার জন্য এই বিল আনা।
আপনার সম্মতি ছাড়া এই ডেটা কেউ ব্যবহার করতে পারবে না।
কোম্পানিগুলি প্রত্যেক ডিজিটাল নাগরিককে পরিষ্কার ও সহজ ভাষায় সব বিবরণ দেবে।
যেকোনও সময় গ্রাহকের সম্মতি প্রত্যাহার করার অধিকার রয়েছে।
ডেটা অপব্যবহারের জন্য ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে ।
সরকার চাইলে জাতীয় স্বার্থে এজেন্সি বা রাষ্ট্রকে তার পরিধির বাইরে রাখতে পারে।
ডেটা স্টোরেজের সার্ভারটি দেশে বা বন্ধুত্বপূর্ণ দেশে হতে পারে।
শীঘ্রই এসব দেশের তালিকা প্রকাশ করবে সরকার।
নতুন বিলে সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলি সীমাহীন সময়ের জন্য ডেটা রাখতে সক্ষম হবে।