Twitter: ট্যুইটার অ্যাকাউন্ট নেই আপনার? এলন মাস্কের নতুন নিয়মে পড়বেন সমস্যায়
Elon Musk: গতবছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের মালিকানা পেয়েছেন এলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন চলছে এই সোশ্যাল মিডিয়া মাধ্যমে।
Twitter: ট্যুইটারে আপনার অ্যাকাউন্ট (Twitter Account) নেই? তাহলে এবার থেকে আপনি আর দেখতে পাবেন না ট্যুইট (Tweet)। নতুন নিয়ম চালু করেছেন এলন মাস্ক (ELon Musk)। বিশেষজ্ঞদের মতে ট্যুইটারে নতুন সাবস্ক্রাইবার যুক্ত করার জন্য, ট্যুইটার ইউজারের সংখ্যা বৃদ্ধির জন্য এই কৌশল নিয়েছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নতুন মালিক। এতদিন পর্যন্ত ট্যুইটার অ্যাকাউন্ট না থাকলেও আপনি ট্যুইট দেখতে পেতেন। লাইক বা কমেন্ট কিংবা রিট্যুইট করতে পারতেন না। তবে আর সেই সুবিধা থাকছে না। গতবছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের মালিকানা পেয়েছেন এলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন চলছে এই সোশ্যাল মিডিয়া মাধ্যমে।
এই নয়া সিদ্ধান্তের পিছনে কী কারণ রয়েছে
এলন মাস্ক জানিয়েছেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ থার্ড পার্টির মাধ্যমে ট্যুইটার প্ল্যাটফর্ম থেকে ডেটা হাতিয়ে নিচ্ছে। সেই বিষয়টির নিয়ে পর্যালোচনা করার জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে ট্যুইটার অ্যাকাউন্ট না থাকলে আর ট্যুইট দেখা যাবে না। এলন মাস্কের কথায়, যে হারে ট্যুইটার প্ল্যাটফর্ম থেকে থার্ড পার্টির মাধ্যমে ডেটা স্ক্র্যাপিং হচ্ছে তার জেরে প্রভূত সমস্যায় পড়ছেন রেগুলার ইউজাররা। সেইসব সমস্যা এড়ানোর জন্যেই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বভাবতই এলন মাস্কের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। বেশিরভাগেরই অভিযোগ দিনে দিনে স্বেচ্ছাচারী হয়ে উঠছেন এলন মাস্ক।
Twitter Rival App: অন্যান্য সোশ্যাল মিডিয়া (Social Media Apps) অ্যাপ থেকে ফিচারের ধারণা নিয়ে সেইসব ফিচার নিজের মাধ্যমে যুক্ত করার ক্ষেত্রে মেটা'র (Meta) জুড়ি মেলা ভার। টিকটক থেকে রিল, স্ন্যাপচ্যাট থেকে স্টোরি, ডিসকর্ড থেকে কমিউনিটি- এইসব ধারণা নিয়ে মেটা'র বিভিন্ন অ্যাপ যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে। তবে এবার মার্ক জুকেরবার্গের সংস্থা সুবিশাল পরিকল্পনা করেছে। ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ (Twitter Rival App) লঞ্চ করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, বেশ কয়েক বছর ধরেই নাকি ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির চেষ্টায় রয়েছে মেটা সংস্থা। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে মেটা কর্তৃপক্ষ সম্ভবত ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে এই নতুন অ্যাপের নাম কী হতে পারে তা এখনও স্পষ্ট নয়। ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির ব্যাপারে মেটা কর্তৃপক্ষ অনেকটাই এগিয়ে গিয়েছে এই খবর প্রকাশ্যে আসার পর ট্যুইটারের নতুন সিইও Linda Yaccarino এই প্রসঙ্গে 'গেম অন' মন্তব্য করেছেন বলেও শোনা গিয়েছে।
আরও পড়ুন- সোশ্য়াল মিডিয়াতেই কেটে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়? কোন উপায়ে বদলাবেন এই অভ্য়াস?