Elon Musk: রাতের ঘুম উড়েছে ইলন মাস্কের, ভালো নেই শরীর-স্বাস্থ্যও, ট্যুইটার সামলাতে হিমশিম ধনকুবের
Twitter: ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই মাধ্যমে একাধিক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। সবার প্রথমে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন তিনি।
Elon Musk: ইলন মাস্কের (Elon Musk) রাতের ঘুম কেড়েছে ট্যুইটার (Twitter)। গতবছর অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের মালিকানা নিয়েছেন ইলন মাস্ক। ৪৪ বিলিয়ন ডলার খরচ করে ট্যুইটার কিনেছেন তিনি। সম্প্রতি জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের সিইও জানিয়েছেন, তাঁর ঘুমের সমস্যা হচ্ছে। এমনকি তাঁর শরীর-স্বাস্থ্যও বিশেষ ভাল নেই। সানফ্রান্সিস্কোতে চলা একটি ট্রায়ালে ইলন মাস্ক জানিয়েছেন, তীব্রভাবে পিঠে এবং কোমরে যন্ত্রণা অনুভব করছেন তিনি। এর পাশাপাশি ট্যুইটারের নতুন মালিক জানিয়েছেন, সপ্তাহে সাতদিনই কাজ করছেন তিনি। ইলন মাস্কের কথায়, তিনি ঘুমোতে যাচ্ছেন, ঘুম থেকে উঠছেন, কাজ করছেন, আবার ঘুমোচ্ছেন। এভাবেই চলছে সপ্তাহের পর সপ্তাহ। সম্প্রতি ট্যুইটে ধনকুবের একথাও লিখেছেন যে গত তিনমাস খুব কঠিন সময় ছিল। ট্যুইটারকে লাভজনক সংস্থায় পরিণত করার জন্য এবং দেউলিয়া হওয়ার থেকে রক্ষা করার জন্য দিনরাত মেহনত করতে হয়েছে তাঁকে। একইসঙ্গে সামাল দিতে হয়েছে টেসলা এবং স্পেসএক্স সংস্থার কাজও। ইলন মাস্ক জানিয়েছেন, যে যন্ত্রণা তিনি অনুভব করেছেন তা যেন আর কাউকে পেতে না হয়।
ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই মাধ্যমে একাধিক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। সবার প্রথমে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন তিনি। বলা যায়, ২০২২ সালের কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরুই হয়েছে ট্যুইটারের হাত ধরে। এরপরে একাধিক নিয়ম কানুনে পরিবর্তন এসেছে। অনেক নতুন ফিচার চালু হয়েছে। এর পাশাপাশি কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। এছাড়াও খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মীদের বিনামূল্যে খাবার প্রদান বন্ধ করা থেকে শুরু করে অফিসের বিভিন্ন জিনিসপত্র বিক্রি, কর্মীদের অফিসেই থাকার বন্দোবস্ত, প্রবল পরিশ্রম করানোর মতো কাজও ইলন মাস্ক করেছেন গত কয়েকমাসে।
সম্প্রতি আবার ট্যুইটার ইউজার অর্থাৎ ট্যুইটারিয়ানদের জন্য নতুন ঘোষণা করেছেন ইলন মাস্ক (Elon Musk)। জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন মালিক জানিয়েছেন, এবার থেকে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription) থাকা ইউজারদের সঙ্গে ট্যুইটার কর্তৃপক্ষ বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের (ad revenue) তথ্য শেয়ার করবে। ইলন মাস্ক জানিয়েছেন, ক্রিয়েটরদের ক্ষেত্রে রিপ্লাই থ্রেডে যে বিজ্ঞাপন আসে তার থেকে প্রাপ্ত আয়ের প্রসঙ্গে ক্রিয়েটরদের সঙ্গে তথ্য শেয়ার করা হবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য অতি অবশ্যই ট্যুইটার অ্যাকাউন্ট ব্লু টিক ভেরিফায়েড হওয়া প্রয়োজন। অর্থাৎ যে ইউজার ট্যুইটারের সুবিধা পেতে চাইবেন তাঁকে ট্যুইটার ব্লু ভেরিফায়েডের সাবস্ক্রাইবার হতে হবে। ট্যুইটার বিজ্ঞাপন থেকে প্রাপ্ত এই আয়ের পরিমাণ ক্রিয়েটরদের সঙ্গে শেয়ার করলে লাভবান হবেন ক্রিয়েটররাই। নিজেদের আয়ের পরিমাণ বাড়ানোর জন্য সবটা ভালভাবে বুঝতেও পারবেন তাঁরা।