Smartwatch: একবার চার্জ দিলে চলবে প্রায় ১০ দিন, ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ
Fastrack Limitless FS1: এছাড়াও Fastrack Limitless FS1 স্মার্টওয়াচে রয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে, অর্থাৎ চালু থাকবে এই স্মার্টওয়াচে।
Smartwatch: ভারতের বাজারে হাজির ফাস্টট্র্যাক সংস্থার নতুন ঘড়ি। এবার লঞ্চ হয়েছে Fastrack Limitless FS1। এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট। এর ফলে আপনার ফোনের সঙ্গে স্মার্টওয়াচ যুক্ত থাকলেই আপনি ঘড়ির মাধ্যমেই ফোনকল ধরতে পারবেন, ফোন করতেও পারবেন। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯৫ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে advanced ATS chipset। জানা গিয়েছে, Fastrack Limitless FS1 স্মার্টওয়াচে রয়েছে ১৫০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা। এই স্মার্টওয়াচে ইনবিল্ট অ্যামাজন অ্যালেক্সা সাপোর্টও রয়েছে। এছাড়াও Fastrack Limitless FS1 স্মার্টওয়াচে রয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে, অর্থাৎ চালু থাকবে এই স্মার্টওয়াচে।
Fastrack Limitless FS1 স্মার্টওয়াচের দাম
ভারতে এই নতুন স্মার্টওয়াচের দাম ১৯৯৫ টাকা। স্পেশাল লঞ্চ প্রাইস হিসেবে এই দামে পাওয়া যাচ্ছে Fastrack Limitless FS1 স্মার্টওয়াচ। কালো, নীল, গোলাপি রঙে পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচ। অ্যামাজন থেকে কেনা যাবে এই স্মার্টওয়াচ।
Fastrack Limitless FS1 স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- আয়তাকার ডায়াল রয়েছে এই স্মার্টফোনে। এখানে রয়েছে ১.৯৫ ইঞ্চির ডিসপ্লে। এটিকে হরাইজন কার্ভ ডিসপ্লে বলা সম্ভব। ঘড়ির সাইডের অংশে রয়েছে নেভিগেশন বাটন। অ্যামাজন অ্যালেক্সার সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে।
- ১৫০-এর বেশি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে Fastrack Reflex World অ্যাপের সাহায্যে এই ওয়াচ ফেসগুলো অ্যাকসেস করা যাবে। ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন রয়েছে এই স্মার্টওয়াচে।
Earbuds: ভারতের নিজস্ব সংস্থা Ptron নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে। এবার লঞ্চ হয়েছে Ptron Basspods Encore ইয়ারবাডস। ভারতে Ptron সংস্থার নতুন এই ইয়ারবাডসের দাম ৮৯৯ টাকা। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস যেখানে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও রয়েছে ব্লুটুথ ভার্সান ৫.৩- এর সাপোর্ট। Ptron সংস্থার নতুন ইয়ারবাডসে রয়েছে চারটি এইচডি মাইক এবং TruTalk এনভায়রনমেন্ট নয়েজ ক্যানসেলেশন ফিচার। কালো, নীল এবং ধূসর রঙে পাওয়া যাচ্ছে Ptron Basspods Encore ইয়ারবাডস। এই ডিভাইসে রয়েছে ইন-ইয়ার ডিজাইন এবং টাচ কন্ট্রোল। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ইয়ারয়াবাডস কেনা যাবে।
Gaming Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নতুন গেমিং স্মার্টফোন সিরিজ (Gaming Smartphone Series)। সম্প্রতি লঞ্চ হয়েছে আসুস ROG ফোন ৭ সিরিজ। এই গেমিং স্মার্টফোন সিরিজে রয়েছে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট। এই দুই গেমিং ফোনে রয়েছে কুলিং সলিউশন। আসুস ROG ফোন ৬ সিরিজের লঞ্চ হয়েছিল গতবছর জুলাই মাসে। এই স্মার্টফোন সিরিজের সাকসেসর হিসেবে আসুস ROG ফোন ৭ সিরিজ।
আরও পড়ুন- স্প্যাম কল সহজেই চিনতে পারবেন, কোম্পানিগুলিকে দেওয়া হচ্ছে একই সিরিজের নম্বর