Lava Smartphones: ৭০০০ হাজার টাকার কমে ঝাঁ-চকচকে স্মার্টফোন, ভারতে লঞ্চ হল Lava Yuva 2
Lava Yuva 2: এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের টাইপ- সি চার্জার। এছাড়াও এই ফোনে একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের নতুন 'Sink' স্ক্রিন ডিসপ্লে রয়েছে।
![Lava Smartphones: ৭০০০ হাজার টাকার কমে ঝাঁ-চকচকে স্মার্টফোন, ভারতে লঞ্চ হল Lava Yuva 2 Lava Yuva 2 with 13-megapixel dual AI rear camera launched in India Know the Price and Specifications Lava Smartphones: ৭০০০ হাজার টাকার কমে ঝাঁ-চকচকে স্মার্টফোন, ভারতে লঞ্চ হল Lava Yuva 2](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/d86c6c66721b54734f01221631d3c7dd1690961314184485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Lava Smartphones: ভারতীয় সংস্থা লাভা সম্প্রতি নতুন একটি ফোন দেশে লঞ্চ করেছে যার দাম ৭০০০ টাকারও কম। লাভা সংস্থার এই বাজেট ফ্রেন্ডলি ফোনের (Budget Friendly Phone) নাম Lava Yuva 2। এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে দুটো ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে Unisoc T606 প্রসেসর। ফোনের দাম বাজেটের মধ্যে রাখার জন্য এই ফোনের ব্যাক প্যানেলে তিনটের পরিবর্তে দুটো রেয়ার ক্যামেরা সেনসর রাখা হয়েছে। এছাড়াও ব্যবহার করা হয়নি মিডিয়াটেক চিপসেট। ফোনের দাম কম রাখার জন্যই এই ফোনের ক্ষেত্রে তিনটে রেয়ার ক্যামেরা সেনসর বা মিডিয়াটেক সেনসর ব্যবহার করা হয়নি।
ভারতে Lava Yuva 2 ফোনের দাম
এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। গ্লাস ব্লু, গ্লাস ল্যাভেন্ডার, গ্লাস গ্রিন- এই তিনটি রঙে পাওয়া যাবে Lava Yuva 2 ফোন।
Lava Yuva 2 ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি AI সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও রয়েছে অটো-কল রেকর্ডিং ফিচার। নয়েজ ক্যানসেলেশনের জন্য রয়েছে ডুয়াল মাইক্রোফোন। ফোন যাতে দেখতে সুন্দর হয় তার জন্য রেয়ার প্যানেলে ব্যবহার হয়েছে কাচের মতো জিনিসের।
- Lava Yuva 2 ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের টাইপ- সি চার্জার। এছাড়াও এই ফোনে একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের নতুন 'Sink' স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এই বিশেষ ধরনের স্ক্রিনের ক্ষেত্রে high screen-to-body ratio পাওয়া যায়। এছাড়াও থাকে lower bezels।
- অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট রয়েছে এই ফোনে। জানা গিয়েছে, পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৩ আপডেটও। অন্যান্য লাভা ফোনের মতো এক্ষেত্রেও ফোনে কোনও সমস্যা হলে বাড়িতে ফ্রি সার্ভিস পাবেন ক্রেতারা। তবে ফোনের ওয়ারেন্টি পিরিয়ড বজায় থাকা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার বাজেট ফোন
মোটো জি১৪ সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এই ফোন ভারতে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯৯৯ টাকা। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন IP52 রেটিং যুক্ত একটি splash রেজিসট্যাট ডিভাইস। অর্থাৎ জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না। এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? দাম কত হতে পারে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)