Moto G42: ভারতে আসছে মোটোরোলার নতুন ফোন, চমক থাকবে রেয়ার প্যানেলে, কবে লঞ্চ?
Moto G42 India Launch: মোটোরোলা জি সিরিজের নতুন ফোন মোটোরোলা জি৪২ ভারতে লঞ্চ হতে চলেছে।
কলকাতা: মোটোরোলার (Motorola) নতুন স্মার্টফোন (Smartphone) লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, এবার লঞ্চ হবে মোটোরোলা জি৪২ (Motorola G42)। শোনা গিয়েছে, আগামী ৪ জুলাই এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে মোটোরোলা কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে ভারতে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেনি।
মোটোরোলা জি৪২ ফোনের ভারতে সম্ভাব্য দাম
এখনও ভারতে এই ফোনের দাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, সম্ভবত মোটোরোলা জি৪২ ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যেই হবে।
মোটোরোলা জি৪২ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পেজে মোটোরোলা জি৪২ ফোনের ডিজাইন এবং রঙ প্রকাশ করেছে। সেখানেই দেখা গিয়েছে এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট রয়েছে।
ডিসপ্লে- ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। তার উপর থাকবে একটি হোল পাঞ্চ কাটআউট ডিজাইন। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে মোটোরোলা জি৪২ ফোনে।
অন্যান্য ফিচার- ফ্লিপকার্টের পোস্টারে দেখা গিয়েছে নীল- অ্যাটলান্টিক গ্রিন এবং গোলাপি- মেটালিক রোজ। রঙে লঞ্চ হতে পারে মোটোরোলা জি সিরিজের নতুন ফোন। এছাড়াও এই ফোনের ডিসপ্লের চারদিকের কোণের অংশ ফ্ল্যাট এজ ফিচার সম্পন্ন হবে। Dolby Atmos সাপোর্ট সমেত ডুয়াল স্পিকার থাকতে পারে মোটোরোলা জি৪২ ফোনে।
রেয়ার প্যানেল- এই ফোনের পিছনের অংশ PMMA দিয়ে তৈরি হতে পারে। এই বিষয়টি হল আসলে প্লাস্টিক। কিন্তু এখানে গ্লাস লাইফ ফিনিশ বা স্বচ্ছ কাচের মতো হবে।
প্রসেসর, র্যাম ও স্টোরেজ- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি, যা আবার বাড়ানো অর্থাৎ এক্সপ্যান্ড করা সম্ভব। তবে র্যামের পরিমাণ এখনও জানায়নি মোটোরোলা সংস্থা।
ক্যামেরা ফিচার- মোটোরোলা জি৪২ ফোনের রেয়ার প্যানেলের ট্রপল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও থাকবে একটি ম্যাক্রো সেনসর।
ব্যাটারি- IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট এই ফোনে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- জুলাইয়েই ভারতে আসছে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোন, দেখুন সম্ভাব্য ফিচার ও দাম