OnePlus Smartphones: ওয়ানপ্লাসের এই মডেলে থাকবে এআই ফিচার্স, ভারতে পাওয়া যাবে ?
OnePlus India: এলইডি ফ্ল্যাশের সঙ্গে এই ফোনে থাকবে তিন তিনটে ক্যামেরা। এর মধ্যে একটা ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স ক্যামেরা থাকছে ওয়ানপ্লাসের এই মডেলে।
![OnePlus Smartphones: ওয়ানপ্লাসের এই মডেলে থাকবে এআই ফিচার্স, ভারতে পাওয়া যাবে ? OnePlus Smartphones OnePlus ACE 3V to be launched soon know features and price OnePlus Smartphones: ওয়ানপ্লাসের এই মডেলে থাকবে এআই ফিচার্স, ভারতে পাওয়া যাবে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/b0489954a0bdc5e7d69264284559b6c81710766955913900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
OnePlus Phone: এই মাসেই একটি অত্যাধুনিক মডেল বাজারে আনতে চলেছে ওয়ানপ্লাস। তবে ভারতে নয়, আগামী ২১ মার্চ চিনে ওয়ানপ্লাসের এই মডেল লঞ্চ হতে চলেছে। OnePlus Ace 3V নামের এই নতুন ওয়ানপ্লাসের মডেলে থাকছে এআই ফিচার্স। Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC চিপসেট দিয়ে তৈরি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে ওয়ানপ্লাসের এই মডেল।
ওয়ানপ্লাসের অন্য একটি মডেলের ছায়া
সম্প্রতি এই ফোনের একটি টিজার প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে, আর সেই টিজারেই দেখা যাচ্ছ এই ফোনের পাওয়ার বাটন ও ভলিউম রকার রাখা হয়েছে ফোনের ডানদিকে। সেন্টারড পাঞ্চ হোল কাটের সঙ্গে দেখা যাবে এর ডিসপ্লে। ওয়ানপ্লাস এস থ্রি ভি-মডেলে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকছে। সূত্রের খবর, এই নতুন স্মার্টফোনটি অনেকটাই ওয়ানপ্লাস এস টুভি মডেলের মত। তবে থ্রি ভি মডেলের ক্যামেরা রিং এর থেকে কিছুটা ছোট হবে। এর আগে ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে ওয়ানপ্লাস এসিই থ্রি ভি মডেলে এআই ফিচার্স রাখা হবে।
কী কী বিশেষ ফিচার্স থাকছে ?
এই ফোনটি চিনের বাজারে প্রথমে লঞ্চ হলেও খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই স্মার্টফোনটি। থাকছে আকর্ষণীয় সব ফিচার্স। ১.৫কে ডিসপ্লে, ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল ওআইএস রিয়ার ক্যামেরা, ৫৫০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং এবং অ্যান্ড্রয়েড ১৪ থাকছে এই ফোনে।
তিনটে ক্যামেরা থাকবে ওয়ানপ্লাসের নতুন মডেলে
এলইডি ফ্ল্যাশের সঙ্গে এই ফোনে থাকবে তিন তিনটে ক্যামেরা। এর মধ্যে একটা ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকছে ওয়ানপ্লাসের এই মডেলে। এছাড়াও এই ফোনের সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা থাকছে ১৬ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন।
করা যাবে প্রি-বুকিং
ওয়ানপ্লাসের এই নতুন মডেলটির প্রি বুকিং করা যাবে। RMB 1 অর্থাৎ ১২ টাকার কাছাকাছি দাম দিয়েই প্রি-বুকিং করা যাবে এই ফোন। আর একইসঙ্গে ওয়ানপ্লাস প্রথম ক্রেতাদের জন্য কিছু বিশেষ উপহার সাজিয়ে রাখছে বলেই জানা গিয়েছে। যারা এই ফোনের প্রি-বুকিং করবেন, তাঁরা এর সুবিধে পাবেন বলেই জানা গিয়েছে।
ওয়ানপ্লাসের নর্ড সিই ৪ ফোনটি লঞ্চ হবে আগামী ১ এপ্রিল। আনুষ্ঠানিকভাবেই ওয়ানপ্লাসের পক্ষ থেকে জানানো হয়েছিল এই ফোনের র্যাম ও স্টোরেজ স্পেসিফিকেশনের ব্যাপারে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকবে এই মডেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)