Samsung Galaxy F62: ফ্ল্যাগশিপ প্রসেসর, স্যামসাঙের এই ফোনের দাম কমল ৬০০০টাকা
স্যামসাঙের এই ফোনের বর্তমান দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের সেলে ৬জিবি মডেল পাওয়া যাচ্ছে এই দামে। ৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা।
নয়াদিল্লি: বাজারে কোম্পানির নতুন ফোন এসে যাওয়ায় এবার পুরোনো ফোনের দাম কমাচ্ছে Samsung। ৬,০০০ টাকা দাম কমল Samsung Galaxy F62-র। গত বছরের ফেব্রুয়ারিতে ২৩,৯৯৯ টাকায় বাজারে এসেছিল এই ফোন।
৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৭০০০ এমএএইচের ব্যাটারি ছাড়াও অসাধারণ ক্যামেরা রয়েছে এই ফোনে। এক কথায় মিডরেঞ্জ সেগমেন্টে ফ্ল্যাগশিপ কিলার বলা যেতে পারে এই ফোনকে। অনলাইন ধামাকা সেলে এর দাম কমায় ক্রেতাদের জন্য সাশ্রয়ী অপশন এই ফোন।
Samsung Galaxy F62-এর দাম
স্যামসাঙের এই ফোনের বর্তমান দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের সেলে ৬জিবি মডেল পাওয়া যাচ্ছে এই দামে। ৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। তবে শুধু ফ্লিপকার্ট নয়, স্যামসাঙের সাইটেও একই দামে পাওয়া যাচ্ছে এই ফোন। যদিও সেখানে Samsung Galaxy F62-র ৬জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে না। তবে আগামী ১৫ অগাস্ট পর্যন্তই এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে স্যামসাং।
আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে এই ফোন নিলে ২৫০০টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতা। স্যামসাং ইন্ডিয়া সাইটে রয়েছে এই ফোন কেনার সুযোগ। একই ব্যাঙ্কের কার্ড দিয়ে ফ্লিপকার্ট থেকে ফোন কিনলে পাওয়া যাবে ১০০০ টাকা ছাড়। লেজার ব্লু, লেজার গ্রিন ছাড়াও লেজার গ্রে রঙে পাওয়া যাচ্ছে এই ফোন।
Samsung Galaxy F62-এর স্পেসিফিকেশন
ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে। ৭০০০ এমএএইচের ব্যাটারির পাশাপাশি ফোনে এক্জোনোস ফ্ল্যাগশিপ প্রসেসর (Exynos 9825) দিয়েছে কোম্পানি। এখানেই শেষ হয়নি ফোনের ভাইটাল স্পেকস। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা এই মডেলে রয়েছে ইনফিনিটি-'ও' ডিসপ্লে।
ফোনের অন্যতম আকর্ষণ তার চারটে রেয়ার ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেলের সোনি প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে ফোনে। এ ছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এই ক্যামেরা ১২৩ ডিগ্রি পর্যন্ত ওয়াইড ভিউ নিতে পারে। আরও রয়েছে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ৫ মেগার ডেপথ সেন্সর। সেলফির জন্য ফোনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। রেয়ার ও সেলফি ক্যামেরা দুটোই '৪কে' ভিডিও তোলার ক্ষমতা রাখে।