Samsung Galaxy Phones: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, ৫জি মডেল কেনা যাবে ২০ হাজার টাকার কমেই
Samsung galaxy A17 5G: স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনের বেস মডেলে থাকতে পারে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এই বেস মডেলের দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা।

Samsung Galaxy Phones: স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। আনুষ্ঠানিক ভাবে এই ফোন কবে ভারতে লঞ্চ হবে, তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন তিনটি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের এই ফোনের তিনটি ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে (সম্ভাব্য)
টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনের বেস মডেলে থাকতে পারে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এই বেস মডেলের দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও লঞ্চ হবে। তার দাম হবে ২০,৪৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৩,৪৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন কেনা যাবে ২০ হাজার টাকার কমেই।
স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে
- স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে ডুয়াল সিমের (ন্যানো+ন্যানো) সাপোর্ট থাকতে পারে। ইউজাররা অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে।
- স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির Infinity-U Super AMOLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে।
- স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন।
- এই ফোনে স্যামসাংয়ের ৫এনএম অক্টা-কোর Exynos 1330 চিপসেট থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
- ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর সাহায্যে ইউজাররা ফোন আনলক করতে পারবেন।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে। ফোনের স্ক্রিনের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে।






















