Online Advertising: এক বছরে ভারত থেকে আয় ১৪ লক্ষ কোটি টাকা, গুগল-মেটাতে দারুণ লাভ
Google Meta Update: বিশ্বের ডিজিটাল বিজ্ঞাপনে বড় বাজারে পরিণত হয়েছে ভারত। পরিসংখ্যান বলছে,বিশ্বের উন্নয়নশীল দেশ থেকেই অনলাইন বিজ্ঞাপনে টাকা তুলেছে গুগল ও মেটা।
Google Meta Update: বিশ্বের ডিজিটাল বিজ্ঞাপনে বড় বাজারে পরিণত হয়েছে ভারত। পরিসংখ্যান বলছে,বিশ্বের উন্নয়নশীল দেশ থেকেই অনলাইন বিজ্ঞাপনে টাকা তুলেছে গুগল ও মেটা। ২০২২ সালে এদের আয় শুনলে চোখ কপালে উঠবে আপনার।
Online Advertising: সম্প্রতি টুইটারের পরে মেটাও তার ব্লু টিক ব্যবহারকারীদের কাছ থেকে টাকা নিতে শুরু করেছে। এটি লক্ষণীয় যে মেটার প্ল্যানটি এই সময়ে টুইটারের প্ল্যানের চেয়ে বেশি দামি। অর্থাৎ,আপনি যদি মেটাতে ব্লু টিক চান, তাহলে আপনাকে টুইটারের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে।
Google Meta Update: বিশ্ববাজারে অনলাইন বিজ্ঞাপনে রমরমা গুগল-মেটার
অনলাইন বিজ্ঞাপনের জগতে গুগল ও মেটা এই দুটি কোম্পানি আধিপত্য বিস্তার করেছে । ডিজিটাল বিজ্ঞাপনের জগৎ এতটাই বড় যে Google এর মাধ্যমেই ২০২২ সালে ১৬৮ বিলিয়ন (ভারতীয় টাকায় ১৩.৮৯ লক্ষ কোটি টাকার বেশি) আয় করেছে। গুগল কেবল এই ১৬,৮০০ মিলিয়ন ডলার কেবল বিজ্ঞাপন রাজস্ব থেকে পেয়েছে।
ডিজিটাল বিজ্ঞাপনের আয়ের দিকে তাকালে Google ও Meta এখন একসঙ্গে বিশ্বের ডিজিটাল বিজ্ঞাপনের আয়ের ৫০ শতাংশের বেশি পেয়ে থাকে। এই বিজ্ঞাপন রাজস্বের মাধ্যমে উভয় কোম্পানি প্রতি বছর বিলিয়ন ডলারের বেশি লাভ করে।
Online Advertising: মেটার বিজ্ঞাপনের আয় কত?
আপনি যদি মার্ক জুকারবার্গের মালিকানাধীন মেটা (আগে ফেসবুক) এর বিজ্ঞাপন আয়ের দিকে তাকান, তবে চমকে উঠবেন। ২০২২ সালে মেটা, Facebook, WhatsApp ও Instagram এর মূল সংস্থা, বিজ্ঞাপন রাজস্ব বা বিজ্ঞাপন আয়ের ক্ষেত্রে মোট ১১২ বিলিয়ন ডলার (ভারতীয় টাকায় ৯.২৬ লক্ষ কোটির বেশি) আয় করেছে।
Google Meta Update: এই বছরের জন্য গুগল ও মেটা বিজ্ঞাপনের কী পূর্বাভাস দিয়েছে ?
চলতি বছর গুগলের মার্কিন যুক্তরাষ্টে আয় ৭৩.৮ বিলিয়ন ডলার আয় করবে বলে অনুমান করা হচ্ছে। মেটা-র আয়ের দিকে তাকালে, কোম্পানিটি কেবল মার্কিন বিজ্ঞাপন রাজস্ব থেকে৫১ বিলিয়ন ডলার উপার্জন করবে বলে আশা করা হচ্ছে।
SBI Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের নামে আসছে এই বার্তা, গুরুত্ব দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট