Google AI: গুগলের সার্চ টুলে জেনারেটিভ এআই, হিন্দি এবং ইংরেজিতে ব্যবহারের সুযোগ ভারতে, ফিচার চালু জাপানেও
Artificial Intelligence: গুগল সার্চ ফিচার আমার, আপনার সকলের দৈনন্দিন জীবনের হাজারও প্রশ্নের জবাব দেয়। এবার সেই সার্চ টুলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে খুঁজে নেওয়া যাবে উত্তর।
Google AI: গুগলের সার্চ ইঞ্জিনে (Google Search Engine) যে এআই (Artificial Intelligence) যুক্ত হবে সেই খবর আগেই জানা গিয়েছিল। অবশেষে অ্যালফাবেটের গুগল তাদের সার্চ টুলে generative artificial intelligence যুক্ত করেছে। ভারত এবং জাপানের ইউজারদের এই সুবিধা দেবে গুগল কর্তৃপক্ষ। জাপানের ইউজাররা তাদের স্থানীয় ভাষায় সার্চের সুবিধা পাবেন। অন্যদিকে ভারতীয় ইউজারদের জন্য ইংরেজি ও হিন্দিতে সার্চের সুবিধা থাকছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সবার প্রথমে এই ফিচার চালু করেছিল গুগল কর্তৃপক্ষ। গুগল সার্চ ফিচার আমার, আপনার সকলের দৈনন্দিন জীবনের হাজারও প্রশ্নের জবাব দেয়। এবার সেই সার্চ টুলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে খুঁজে নেওয়া যাবে উত্তর। তার ফলে ছবি, টেক্সট সবই পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। মূলত গুগল সার্চের মাধ্যমে তথ্যের অনুসন্ধান করা হয়। গুগলের চ্যাটবোট বার্ড কিন্তু এর থেকে আলাদা।
চ্যাটজিপিটি- কে পাল্লা দিতেই গুগলের এই উদ্যোগ
স্যাম অল্টম্যান লঞ্চ করেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল চ্যাট জিপিটি। তার বেশ কয়েকটি ভার্সান ইতিমধ্যেই লঞ্চ হয়েছে এবং ক্রমশ বাড়ছে জনপ্রিয়তা। অনুমান, চ্যাট জিপিটির জনপ্রিয়তাকে পাল্লা দিতেই গুগলের সার্চ ইঞ্জিনে যুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। আর জেনারেটিভ এআই- এর মাধ্যমে আরও সহজে তথ্য সংগ্রহ করতে পারবেন ইউজাররা। মাইক্রোসফট বিঞ্জের সঙ্গেও পাল্লা দেবে গুগল সার্চ টুলের এই ফিচার। যেহেতু আঞ্চলিক ভাষায় ব্যবহারের সুবিধা রয়েছে তাই অনেক বেশি সংখ্যক ইউজার গুগল সার্চের ক্ষেত্রে এআই টুল ব্যবহার করবেন বলে অনুমান করা হচ্ছে।
মানুষের চাকরির সম্ভাবনা কমাবে চ্যাট জিপিটি?
ওপেন এআই গত বছর চ্যাট জিপিটি লাইভ করেছে। লঞ্চের মাত্র এক সপ্তাহের মধ্যে বড় প্রযুক্তি জায়ান্টদের চমকে দিয়েছিল এই চ্যাটবট। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে গড়ে তোলা এই AI টুল এখন সবার কাছেই কৌতূহলের বিষয়। এই AI টুলটি আজ সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে হচ্ছে। মানুষ এটি দিয়ে তাদের অনেক কাজ করছে। স্কুলের জন্য কবিতা লেখা হোক, অফিসের জন্য চিঠি বা অন্য কিছু এই চ্যাটবট সেকেন্ডে অনেক কিছু করতে পারে। তবে মানুষ এই চ্যাট জিপিটির কারণে কর্মসংস্থান হারাবেন এমন আশঙ্কাও করা হচ্ছে। এমনকি ওপেন এআই সংস্থার সিইও স্যাম অল্টম্যানও এই সম্ভাবনা উড়িয়ে দেননি, বরং আংশিক ভাবে স্বীকারই করেছেন।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেও এবার মেসেজ 'এডিট'-এর সুবিধা, ভুল লিখলেও আর সমস্যা নেই