Google Pixel Update: প্রসেসর আনছে গুগল, Pixel 6 সিরিজ ফোন দিয়ে হবে অভিষেক
সম্প্রতি Pixel 6 ও Pixel 6 Pro লঞ্চের খবর জানিয়েছে কোম্পানি। চলতি বছরের শেষের দিকেই দেখা যাবে এই ফোন। নতুন ফোনে এবার আর স্ন্যাপড্রাগন প্রসেসেরর পথে হাঁটছে না গুগল।
নয়াদিল্লি: এবার অ্যাপলের পথে হাঁটতে চলেছে গুগল। নতুন ফোনে নিজেদের প্রসেসর ব্যবহার করবে কোম্পানি। নিজেই সেই খবর জানিয়েছে 'ওয়ার্ল্ড টেক জায়ান্ট'। কেমন হতে চলেছে গুগলের নতুন প্রসেসর ?
সম্প্রতি Pixel 6 ও Pixel 6 Pro লঞ্চের খবর জানিয়েছে কোম্পানি। চলতি বছরের শেষের দিকেই দেখা যাবে এই ফোন। নতুন ফোনে এবার আর স্ন্যাপড্রাগন প্রসেসেরর পথে হাঁটছে না গুগল। পরিবর্তে টেনসর চিপসেট নিয়ে এসেছে কোম্পানি। আগের পিক্সেল ফোনের থেকে একবারে বদলে দেওয়া হয়েছে ডিজাইন ল্যাঙ্গোয়েজ। নতুন মডেলে 'ম্যাটিরিয়াল ইউ' ডিজাইন আনতে চলেছে কোম্পানি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন।
ইতিমধ্যেই গুগল পিক্সেলের নতুন ফোন নিয়ে ব্লগ পোস্ট করেছেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিভাইস অ্যান্ড সার্ভিসেস। পোস্টে রিক অস্টেরলো জানিয়েছেন, পিক্সেল সিরিজের সঙ্গে এবার আর XL সিরিজ আনা হবে না। পরিবর্তে নতুন পিক্সেল প্রো সিরিজ আনবে কোম্পানি। নতুন ভ্যারিয়েন্ট Google Pixel 6 -এর থেকে আয়তনে বড় হবে। ডিজাইন এক হলেও ক্যামেরা লেন্সে পার্থক্য থাকবে দুই ফোনে। সবার থেকে ফোন দু'টিকে আলাদা করবে তাদের ক্যামেরা বার। বড় সেন্সর দিতে ফোনের ওপর এই টানা বার দিয়েছে গুগল। আজ পর্যন্ত অন্য
কোনও ফোনে যা দেখা যায়নি।
Google Pixel 6 সিরিজের স্পেসিফিকেশন
দুই রঙে ফোনের ডিজাইন তৈরি করেছে কোম্পানি। প্রো মডেলের ফ্রেম পলিসড অ্যালুমুনিয়াম দিয়ে তৈরি হয়েছে। সেখানে Google Pixel 6-এ দেওয়া হয়েছে ম্যাট ফিনিস। দুই ভ্যারিয়েন্টেই থাকছে পাঞ্চহোল সেলফি ক্যামেরা। তিন রঙে পাওয়া যাবে এই ফোন। তবে চমক রয়েছে প্রসেসরে। নতুন মডেলে টেনসর চিপসেট ব্যবহার করছে কোম্পানি। সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে আরও উন্নত মানের প্রযুক্তি। গুগল দাবি করেছে, Titan M2 সিকিউরিটি চিপসেট আনতে চলেছে কোম্পানি। অতীতে এত সুরক্ষার লেয়ার কোনও ফোনে দেওয়া হয়নি।
Google Pixel 6 Pro-এর স্পেসিফিকেশন
টেক সাইট ভার্জের রিপোর্ট বলছে, ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে থাকবে গুগলের প্রো ভ্যারিয়েন্টে। সঙ্গে ১২০ হার্টজের রিফ্রেস রেট। নতুন ফোনে স্ক্রিন ডিজাইনে কিছুটা কার্ভ রাখা হয়েছে। ক্যামেরা বাম্পের বদলে ব্যবহার করা হয়েছে সেন্সর বার। যার মধ্যে একসঙ্গে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া থাকবে। ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি লেন্সের পাশাপাশি রয়েছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেকেন্ডারি ক্যামেরা। এ ছাড়াও ৪এক্স জুমের টেলিফটো লেন্স দিয়েছে কোম্পানি।
Google Pixel 6
এ ক্ষেত্রে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনে। পিক্সেলের বেস ভ্যারিয়েন্টে থাকছে ৯০ হার্টজের রিফ্রেস রেট। তবে এই মডেলে টেলিফটো লেন্সের সুবিধা থাকছে না। কেবল দুটো ক্যামেরা দেওয়া হয়েছে Google Pixel 6-এ। তবে দুই ভ্যারিয়েন্টেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ইতিমধ্যেই ব্লগ পোস্টে এই খবর জানিয়েছে কোম্পানি।