Google Pixel 7 Series: আর কিছুক্ষণেই লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭ সিরিজ, সঙ্গে আসছে গুগল পিক্সেল ওয়াচ
Made by Google Event: গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো ফোন- এই দুই ফোন গুগল পিক্সেল ৭ সিরিজে লঞ্চ হতে চলেছে।
Google Pixel 7 Series: গুগল পিক্সেল ৭ সিরিজের (Google Pixel 7 Series) ফোন লঞ্চ হতে চলেছে আজ ৬ অক্টোবর। গুগল পিক্সেল ৭ (Google Pixel 7) এবং গুগল পিক্সলে ৭ প্রো (Google Pixel 7 Pro)- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে 'Made By Google' ইভেন্টে। এর সঙ্গে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ওয়াচ। ভারতীয় সময়ে সন্ধে ৭টা ৩০মিনিট নাগাদ গুগলের এই ইভেন্ট আয়োজিত হতে চলেছে। নিউ ইয়র্ক সিটি-তে অনুষ্ঠিত হতে চলেছে এই ইভেন্ট। গুগলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই লঞ্চ ইভেন্টের লাইভস্ট্রিম হবে। সেখানেই সবকিছু দেখতে পাবেন আগ্রহীরা। চলতি বছর শুরুর দিকে Google I/O ইভেন্টে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৬ সিরিজের দু'টি ফোন গুগল পিক্সেল ৬ এবং গুগল পিক্সেল ৬ প্রো। এই দুই ফোনের সাকসেসর হিসেবেই ক্যালিফোর্নিয়ার কোম্পানি গুগল লঞ্চে করতে চলেছে গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো ফোন। এছাড়াও গুগল পিক্সলে ওয়াচ লঞ্চের কথা রয়েছে গুগলের আজকের লঞ্চ ইভেন্ট 'Made By Google'-এ। চলতি বছর মে মাসে প্রথম এই ঘড়ির কথা প্রকাশ করেছিল গুগল কর্তৃপক্ষ।
গুগল পিক্সেল ৭
এই ফোনে থাকতে পারে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে ৮ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। Tensor G2 chipset, next-gen Titan security chip- এই দুই চিপসেটও থাকতে পারে গুগল পিক্সেল ৭ ফোনে। এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ১১ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। Obsidian (black), Snow (white), Lemongrass (green)- এই তিন রঙে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৭ ফোন।
গুগল পিক্সেল ৭ প্রো
এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ LTPO OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে ১ ২জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। Tensor G2 chipset, next-gen Titan security chip- এই দুই চিপসেটও থাকতে পারে গুগল পিক্সেল ৭ প্রো ফোনে। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ১১ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের চার্জিং ফিচার থাকতে পারে। Obsidian (black), Snow (white), Hazel (bottle green)- এই তিন রঙে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৭ প্রো ফোন।
আরও পড়ুন- সাধ্যের মধ্যে দামে ভারতে হাজির নোকিয়ার নতুন ফোন 'নোকিয়া জি১১ প্লাস'