Google Pixel 7a: গুগল পিক্সেল ৭এ ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে?
Google Pixel Phone: ভারতে গুগল পিক্সেল ৭এ লঞ্চ হওয়ার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। এমনকি এই ফোন ভারতে লঞ্চ হবে কিনা সে ব্যাপারেও নিশ্চিত ভাবে কোনও তথ্য নেই। তবে অনুমান লঞ্চ হবে।
![Google Pixel 7a: গুগল পিক্সেল ৭এ ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে? Google Pixel 7a likely to launch on May 10 check out expected specifications and price Google Pixel 7a: গুগল পিক্সেল ৭এ ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/282803fc8b616c98cec03e2324919be41680526132985485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Google Pixel 7a: গুগল পিক্সেল ৭এ (Google Pixel 7a) ফোন সম্ভবত লঞ্চ হবে গুগলের আসন্ন I/O developer conference-এ। আগামী ১০ মে মার্কিন যুক্তরাষ্ট্রে গুগলের এই ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই ইভেন্টে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম লঞ্চ হতে পারে। গুগল পিক্সেল ৭এ ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে একথা মোটামুটি জানা গিয়েছে। তবে ভারতে কি এই ফোন লঞ্চ হবে?
এর আগে ভারতে যে গুগল সংস্থা তাদের সমস্ত পিক্সেল ফোন লঞ্চ করেছে তা নয়। তবে অনুমান করা হচ্ছে, গুগল পিক্সেল ৭এ ফোন ভারতে লঞ্চ হবে। তার অনেকগুলি কারণ রয়েছে। অতীতে গুগল সংস্থা ভারতে তাদের বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেনি। তবে হালফিলে পিক্সেল এ সিরিজের অনেক ফোনই ভারতে লঞ্চ হয়েছে। আর তাই অনুমান করা হচ্ছে গুগল পিক্সেল ৭এ ফোন ভারতেও লঞ্চ হবে।
ভারতে গুগল পিক্সেল ৭এ লঞ্চ হওয়ার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। এমনকি এই ফোন ভারতে লঞ্চ হবে কিনা সে ব্যাপারেও নিশ্চিত ভাবে কোনও তথ্য নেই। তবে গতবছর জুলাই মাসে গুগল পিক্সেল ৬এ ফোন ভারতে লঞ্চ হয়েছিল। অনুমান, হয়তো সেই সময়েই ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭এ ফোন।
গুগল পিক্সেল ৭এ ফোনের ফাঁস হওয়া স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে গুগলের টেনসর জি২ চিপসেট। এছাড়াও গুগল পিক্সেল ৭এ ফোনে থাকতে পারে LPDDR5 র্যাম এবং UFS 3.1 স্টোরেজ।
- গুগল পিক্সেল ৭এ ফোনে একটি ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে যার মধ্যে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে। এছাড়াও ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে।
- গুগল পিক্সেল ৭এ ফোনে থাকতে পারে ৪৪১০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। তবে ফোনের সঙ্গে অর্থাৎ রিটেল বক্সে চার্জার থাকবে না, এমনটাই শোনা গিয়েছে।
- গুগল পিক্সেল ৭এ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের Sony IMX787 প্রাইমারি সেনসর থাকতে পারে।
- arctic blue, carbon, cotton, Jade- এই চারটি রঙে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৭এ ফোন। এই ফোনে থাকতে পারে স্টিরিও স্পিকার।
ভারতে গুগল পিক্সেল ৭এ ফোনের দাম কত হতে পারে
শোনা যাচ্ছে, এই ফোনের দাম ৫০ হাজার টাকার মধ্যে থাকবে। তবে নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যদি গুগল পিক্সেল ৭এ ফোনের দাম বাড়ে তাহলে ভারতেও এই ৫জি ফোনের দাম বাড়বে।
আরও পড়ুন- ভারতে হাজির নোকিয়ার নতুন স্মার্টফোন, দাম ৮ হাজারেরও কম, কী কী ফিচার রয়েছে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)