Hero Eddy: শীঘ্রই বাজারে হিরোর নতুন ই-স্কুটার, দামও নাগালেই
Hero Eddy: শীঘ্রই বাজারে আসতে চলেছে হিরো ইলেকট্রিকের নতুন বৈদ্যুতিক স্কুটার হিরো এডি।
নয়াদিল্লি: ব্যাটারিচালিত স্কুটার বা ই-স্কুটার নিয়ে ক্রমশ আগ্রহ বাড়ছে ভারতে। ইতিমধ্য়েই একাধিক ব্যাটারিচালিত স্কুটার (electric scooter) ভারতে এনেছে হিরো ইলেকট্রিক। এবার তাদের সম্ভারে যোগ হতে চলেছে আরও একটি ই-স্কুটার। শীঘ্রই বাজারে আসতে চলেছে হিরো এডি (hero eddy)।
ভারতে বৈদ্যুতিক স্কুটার বা ব্যাটারিচালিত স্কুটারের বাজারে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে হিরো ইলেকট্রিক। ক্রেতাদের মধ্যে আগ্রহও তুঙ্গে। পেট্রোলের দরে ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় পকেট বাঁচাতে অনেকেই ঝুঁকছেন বৈদ্যুতিন স্কুটারের দিকে। সঙ্গে পরিবেশ বাঁচানোর ইচ্ছেও রয়েছে অনেকের। তাই এবার আসছে হিরো এডি (hero eddy)।
প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, হিরো এডির এক্স শোরুম (ex showroom) দাম হতে পারে ৭২০০০ হাজার টাকার মতো। রঙেও রয়েছে চমক। আপাতত ২টি রঙের মডেল পাওয়া যাবে। একটি হবে হলুদ (yellow) রঙের এবং আরও একটি মডেল হবে হালকা নীল (light blue) রঙের।
প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, এই দুচাকা চালানোর জন্য চালকদের কোনও লাইসেন্স (license) বা রেজিস্ট্রশেন (registration) লাগবে না। অল্প গতিতে চলবে হিরো ইলেকট্রিকের এই ব্যাটারিচালিত স্কুটার। হিরো এডিতে সবচেয়ে বেশি গতি উঠবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। সাধারণত অল্প দূরত্বে যাতায়াতের জন্য অনেকেই এখন নির্ভর করছেন বৈদ্যুতিক স্কুটারে। সেই বাজারের কথা ভেবেই আনা হচ্ছে হিরো এডি, জানিয়েছে প্রস্তুতাকারক সংস্থা হিরো ইলেকট্রিক।
সংস্থার তরফে এমডি নবীন মুঞ্জল জানিয়েছেন, নানা আধুনিক ফিচার থাকবে হিরো ইলেকট্রিকের নতুন দুচাকা হিরো এডিতে। যা চালকদের নানা সুবিধে দেবে। ক্রেতাদের পছন্দ হবে হিরো নতুন এই বৈদ্যুতিক স্কুটার, আশাবাদী তিনি। ই-লক (e-lock), ফাইন্ড মাই বাইক (find my bike) এর মতো নানা সুবিধে রয়েছে। হিরো এডিতে থাকছে মালপত্র রাখার জায়গাও।
আরও পড়ুন: হাইড্রোজেন কনসেপ্ট কার আনছে রেনোঁ, সাধারণ গাড়ির থেকে কোথায় আলাদা ?