Honor 200 5G Series: ভারতে Honor ২০০ সিরিজ কবে লঞ্চ হবে? কোন কোন লঞ্চ হতে পারে? দেখে নিন সম্ভাব্য ফিচার
Honor Smartphones: ভারতে লঞ্চের পর Honor সংস্থার এই দুই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন, Honor ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন বড় রিটেল স্টোর থেকে।
Honor 200 5G Series: ভারতে লঞ্চ হতে চলেছে Honor ২০০ ৫জি সিরিজ (Honor 200 5G Series)। এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে আগামী ১৮ জুলাই, দুপুর ১২টা ৩০ মিনিটে। Honor সংস্থা জানিয়েছে, তাদের এই স্মার্টফোন সিরিজের ফোন অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) বেসড MagicOS 8.0 - এর সাহায্যে পরিচালিত হবে। এর আগে চিন এবং ইউরোপে লঞ্চ হয়েছে Honor ২০০ ৫জি সিরিজ। এবার আসছে ভারতে। Honor ২০০ ৫জি (Honor 200 5G) এবং Honor ২০০ প্রো ৫জি (Honor 200 Pro 5G) - এই দুই ফোন লঞ্চ হবে Honor ২০০ ৫জি সিরিজের মধ্যে। ভারতে দুটো রঙে লঞ্চ হতে পারে Honor ২০০ ৫জি সিরিজের ফোন। সম্ভবত Black এবং Ocean Cyan- এই দুই রঙে লঞ্চ হবে Honor ২০০ প্রো ৫জি ফোন। অন্যদিকে Honor ২০০ ৫জি ফোন লঞ্চ হতে পারে Black এবং Moonlight White- এই দুই রঙে। ভারতে লঞ্চের পর Honor সংস্থার এই দুই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন, Honor ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন বড় রিটেল স্টোর থেকে। Honor ২০০ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির কোয়াড কার্ভড ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি অনুমান, ইউরোপে লঞ্চ হওয়া Honor ২০০ ৫জি এবং Honor ২০০ প্রো ৫জি ফোনে যা যা ফিচার ছিল সেগুলিই ভারতীয় ভ্যারিয়েন্টেও থাকবে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
ইউরোপে লঞ্চ হওয়ার Honor ২০০ ৫জি সিরিজের ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- Honor ২০০ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে এবং Honor ২০০ ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির স্ক্রিন।
- Honor ২০০ প্রো ৫জি ফোন পরিচালিত হয় কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেটের সাহায্যে।
- অন্যদিকে Honor ২০০ প্রো ৫জি ফোন পরিচালিত হয় কোয়ালকমের ৭ জেন ৩ চিপসেটের সাহায্যে।
- দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
- Honor ২০০ ৫জি সিরিজের দুটো ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এছাড়াও এই দুই ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
- Honor ২০০ প্রো ৫জি ফোনে ৬৬ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ভারতে আসছে লাভা ব্লেজ এক্স, এই ৫জি ফোনের দাম কত হতে পারে? রইল সম্ভাব্য ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।