Earbuds: ভারতে হাজির Honor Choice Earbuds X5, একবার চার্জ দিলে চলবে ৩৫ ঘণ্টা, দাম ২ হাজারের কম
Honor Choice Earbuds X5: গেম খেলার ক্ষেত্রে ইয়ারবাডস যথেষ্ট জনপ্রিয়। এখানে একটি লো ল্যাটেন্সি গেম মোড রয়েছে। তার ফলে গেমের অডিও এবং ভিডিওর মধ্যে যে সামান্য পার্থক্য থাকে সেটা থাকবে না।
Earbuds: নতুন ফোনের সঙ্গে Honor সংস্থা ভারতে লঞ্চ করেছে Honor Choice Earbuds X5 - এই ইয়ারবাডস। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। Honor Choice Earbuds X5 এই ইয়ারবাডসে রয়েছে একটি ইন-ইয়ার ডিজাইন। এছাড়াও রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। Honor Choice Earbuds X5 ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের drum drivers। এই ইয়ারবাডস একটি IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। Honor সংস্থা দাবি করেছে, তাদের নতুন ওয়্যারলেস ইয়ারফোনে একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত প্রায় ৩৫ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে।
ভারতে Honor Choice Earbuds X5 এই ইয়ারবাডসের দাম কত
১৯৯৯ টাকায় পাওয়া যাবে এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে এই ইয়ারবাডসের বিক্রি। অনলাইনে Honor Choice Earbuds X5 ইয়ারবাডস কেনা যাবে এক্সক্লুসিভ ভাবে অ্যামাজন থেকে। এছাড়াও বিভিন্ন মেনলাইন রিটেল স্টোর এবং Explore Honor ওয়েবসাইট থেকেও এই ইয়ারবাডস কেনা যাবে। শুধুমাত্র সাদা রঙে লঞ্চ হয়েছে Honor Choice Earbuds X5 ইয়ারবাডস।
Honor Choice Earbuds X5 ইয়ারবাডসে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নেওয়া যাক
- ৩০ ডেসিবেল পর্যন্ত কাজ করবে এই ইয়ারবাডসের অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে একটি ইন-ইয়ার ফর্ম ফ্যাক্টর।
- Honor Choice Earbuds X5 ইয়ারবাডসে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারেরও সাপোর্ট রয়েছে। ডুয়াল মাইক্রোফোন রয়েছে এই ইয়ারবাডসে।
- গেম খেলার ক্ষেত্রে ইয়ারবাডস যথেষ্ট জনপ্রিয়। এখানে একটি লো ল্যাটেন্সি গেম মোড রয়েছে। তার ফলে গেমের অডিও এবং ভিডিওর মধ্যে যে সামান্য পার্থক্য থাকে সেটা থাকবে না।
- Honor Choice Earbuds X5 ইয়ারবাডসে ১০ মিলিমিটারের ড্রাম ড্রাইভার্স রয়েছে। সেখানে SBC এবং AAC ব্লুটুথ কোডেক সাপোর্টও রয়েছে। সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত প্রায় ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই ইয়ারবাডসে। এছাড়াও পাওয়া যাবে প্রায় ৯ ঘণ্টা পর্যন্ত একটানা প্লেব্যাক সাপোর্ট এবং ১৮ ঘণ্টার কলিং ফিচারের সাপোর্ট।
- এই ইয়ারবাডসে রয়েছে ৪৫ এমএএইচ ব্যাটারি। আর চার্জিং কেসে রয়েছে ৪৬০ এমএএইচ ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ইয়ারবাডসে চার্জ দেওয়া সম্ভব। এই ইয়ারফোনে পুরো চার্জ দিতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে বলে দাবি করেছে সংস্থা।
- এই ওয়্যারলেস ইয়ারফোনে রয়েছে টাচ কন্ট্রোল। ফোনের সঙ্গে ইয়ারফোন সংযুক্ত থাকার সময় ফোনকল এলে তা এই টাচ কন্ট্রোলের সাহায্যে রিসিভ করা সম্ভব কিংবা কেটে দেওয়া যায়। এছাড়াও মিউজিক প্লে এবং পজ করার ক্ষেত্রেও কাজে লাগবে এই টাচ কন্ট্রোল।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ইয়ারফোনে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট থাকবে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।