Whatsapp Chat History Transfer: পুরনো ফোন থেকে নতুন ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি পাঠাবেন কীভাবে? ভরসা কিউআর কোড
Whatsapp: কিউআর কোডের সাহায্যে হোয়াটসঅ্যাপের মেসেজ, বিভিন্ন মিডিয়া ফাইল যেমন- ডকুমেন্ট, লিঙ্ক, ভিডিও এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করা যাবে।
Whatsapp Chat History Transfer: পুরনো ফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি নতুন ফোনে ট্রান্সফার করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। পুরনো আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন, দুই ডিভাইস থেকেই চ্যাট হিস্ট্রি ট্রান্সফার বা স্থানান্তর করার সুবিধা রয়েছে কিউআর কোডের সাহায্যে। চ্যাট হিস্ট্রির পাশাপাশি মিডিয়া অ্যাটাচমেন্টও ট্রান্সফার করা যাবে। তবে এক্ষেত্রে দুটো ডিভাইসেই একই ধরনের অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকা প্রয়োজন। অর্থাৎ অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড ফোনে কিংবা আইফোন থেকে আইফোনে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা যাবে। আর এক্ষেত্রে স্টোরেজ বা ক্লাউডে কোনও ব্যাকআপ না রেখেই চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা যাবে। কিউআর কোডের সাহায্যে হোয়াটসঅ্যাপের মেসেজ, বিভিন্ন মিডিয়া ফাইল যেমন- ডকুমেন্ট, লিঙ্ক, ভিডিও এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করা যাবে। তবে হোয়াটসঅ্যাপ কল হিস্ট্রি বা পেমেন্ট হিস্ট্রি ট্রান্সফার করা যাবে না।
হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফারের জন্য কী কী প্রয়োজন
- কিউআর কোডের মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করতে চাইলে (অ্যান্ড্রয়েড ডিভাইসে) দুটো ফোনেই Android OS Lollipop 5.1 অথবা Android 6 বা তার থেকে বেশি ভার্সান ইন্সটল থাকা প্রয়োজন।
- ট্রান্সফার প্রসেস শেষ না হওয়ার আগে ওই দুই ফোনে হোয়াটসঅ্যাপ রাখা চলবে না। এছাড়াও দুটো ফোনেই ওয়াই-ফাই সাপোর্ট এবং একই নেটওয়ার্ক থাকা প্রয়োজন।
- আইওএস ডিভাইসের ক্ষেত্রে পুরনো এবং নতুন আইফোন দুইয়ের ক্ষেত্রেই WhatsApp for iOS version 2.23.9.77 অথবা এর থেকে বেশি ভার্সান ইন্সটল থাকা প্রয়োজন।
একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করবেন
- পুরনো ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর Options > Settings > Chats > Transfer chats > Start- এই পদ্ধতিতে এগোতে হবে।
- এবার নতুন ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইন্সটল করুন এবং রেজিস্টার করুন। একই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
- এরপর স্টার্ট অপশন সিলেক্ট করে পুরনো ফোন থেকে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করতে হাবে।
- স্ক্রিনে ইউজারের কাছে যেসব অনুমতি বা পারমিশন চাওয়া হবে, সেখানে অ্যালাও অপশনে ক্লিক করুন। তাহলে কিউআর কোড দেখা যাবে।
- পুরনো ফোন ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করতে হবে। দুটো ফোন কানেক্ট হওয়ার অনুমতি পাওয়া গেলেই শুরু হবে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার পদ্ধতি।
- চ্যাট হিস্ট্রি স্থানান্তর করা হলে ডান অপশনে ট্যাপ করতে হবে।
আইওএস ডিভাইসে কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করবেন
- পুরনো আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে হবে। এবার Settings > Chats > Transfer Chats to iPhone > Start- এই পদ্ধতিতে এগোতে হবে।
- নতুন আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইন্সটল করতে হবে এবং ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।
- এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করতে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার পদ্ধতি শুরু করতে হবে।
- পুরনো আইফোনের ক্যামেরা ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করতে হবে। নতুন ডিভাইসে এই কিউআর কোড দেখা যাবে।
- একবার চ্যাট হিস্ট্রি ট্রান্সফার পদ্ধতি শেষ হয়ে গেলে নতুন ডিভাইস প্রোফাইলের সেটআপ করে নিতে হবে।