Whatsapp Language: পছন্দের ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ, কীভাবে সম্ভব?
Whatsapp Language Settings: ইউজাররা নিজেদের পছন্দের ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন।
Whatsapp Language Settings: এবার নিজের ভাষায় ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ (Whatsapp)। সাধারণত ইংরেজি ভাষাতেই প্রচলিত হোয়াটসঅ্যাপ। তবে আঞ্চলিক ভাষাতেও হোয়াটসঅ্যাপ (Whatsapp Language) ব্যবহারের সুযোগ রয়েছে। সেটআপ প্রসেসের সময় হোয়াটসঅ্যাপের তরফে ইউজারকে তাঁর পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। পরেও আপনি যেকোনও সময় এই ভাষার সেটিংস পরিবর্তন করতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু’ধরনের ডিভাইসেই হোয়াটসঅ্যাপ ব্যবহারের ভাষা পরিবর্তনের সুযোগ পাবেন ইউজাররা। ফোনের language settings পরিবর্তন করলে আপনাআপনিই হোয়াটসঅ্যাপের বা অন্যান্য অ্যাপের language preferences- এরও পরিবর্তন হবে। তবে আপনি যদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ভাষা পরিবর্তন করতে চান, তাহলে এই সেটিংস পরিবর্তন ইউজারকে ম্যানুয়ালি করতে হবে। এই সুবিধা হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপে এবং নির্দিষ্ট কিছু এলাকার জন্য প্রযোজ্য। আইফোনের ক্ষেত্রে ইউজারকে ডিভাইসের ল্যাঙ্গুয়েজ সেটিংস পরিবর্তন করতে হবে। তার ফলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও ভাষার পরিবর্তন হবে।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কীভাবে হোয়াটসঅ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিংস পরিবর্তন করবেন
- প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
- এরপর উপরে ডানদিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করুন।
- সেটিংস অপশনে ট্যাপ করতে হবে এবার।
- এরপর এই পেজে থাকা অ্যাকাউন্ট অপশনের নীচে চ্যাট অপশনে যেতে হবে।
- স্ক্রিনের নীচের দিকে App’s Language অপশন পাবেন। সেখানে ট্যাপ করতে হবে।
- এবার নিজের পছন্দমতো ভাষা বেছে নিয়ে অ্যাপের ভাষা সেটিংস পরিবর্তন করা সম্ভব।
ভাষা পরিবর্তনের সময় হোয়াটসঅ্যাপের তরফে ইউজারকে দেখানো হবে যে তাঁর দেশে কী কী ভাষার প্রচলন রয়েছে। অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিংস অপশনে এইসব ভাষার তালিকা থাকবে। সেখান থেকে পছন্দসই ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে ইউজারদের কাছে। যদি পরবর্তী সময়ে কোনও অসুবিধা হয়, তাহলে ফের ভাষা পরিবর্তন করে ইংরেজিতে ফিরে আসতে পারবেন ইউজার। সেই বন্দোবস্তও রয়েছে।
আইফোনে কীভাবে হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করবেন
আইফোনে আলাদা করে হোয়াটসঅ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিংস পরিবর্তন করা যাবে না। এর জন্য পুরোপুরি ফোনের ভাষার সেটিংস পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে ইউজার নিজের পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন। এই ভাষাই হোয়াটসঅ্যাপেও দেখা যাবে। এখানেও ইউজারের দেশে প্রচলিত ভাষা অনুসারেই অপশন দেওয়া হবে ইউজারদের।
উপরের সহজ নিয়মগুলো অনুসরণ করলেই খুব সহজে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নিজের পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা।
আরও পড়ুন- 'লুকিয়ে' কারও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে চান! এই উপায়ে পাবেন সমাধান