Smartphones Under Rs 30000: ভারতের স্মার্টফোনের বাজারে ৩০ হাজার টাকার কমে পাবেন এই ৫টি ডিভাইস, রইল তালিকা
Smartphones: পোকো এক্স৫ প্রো- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। তার সঙ্গে ৫০০০ এমএএইচ ব্যাটারি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের সাপোর্ট রয়েছে পোকো সংস্থার এই ফোনে।
Smartphones Under Rs 30000: ভারতের বাজারে ৩০ হাজার টাকার মধ্যে রয়েছে বেশ কয়েকটি কোম্পানির স্মার্টফোন (Smartphones)। দুর্দান্ত ক্যামেরা ফিচার, শক্তিশালী প্রসেসর (Strong Processor), অনেকক্ষণ চার্জ ধরে রাখতে পারবে এমন ব্যাটারি (Strong Battery Life), ঝকঝকে ডিসপ্লে (Smooth Display), স্মার্ট-স্লিক ডিজাইন (Smart Sleek Design), এইসব ফিচারই পেয়ে যাবেন ৩০ হাজার টাকার মধ্যে দাম থাকা এই মডেলগুলিতে। তাহলে দেখে নেওয়া যাক সেরা ৫ ফোনের তালিকা।
স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি- এই ফোনে ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির sAMOLED+ স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের এই ফোনে সংস্থার নিজস্ব Exynos 1380 5nm প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
মোটোরোলা এজ ৪০- মোটোরোলা 'এজ' সিরিজের এই ফোনে pOLED প্যানেল রয়েছে যেখানে ফুল এইচডি রেজোলিউশন পাওয়া যায়, এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। একটি মিডিয়াটেক ডীমেনসিটি ৮০২০ প্রসেসর রয়েছে মোটোরোলা এজ ৪০ ফোনে। তার সঙ্গে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এই ডিভাইসে। বিশ্বের 'স্লিমেস্ট' ৫জি স্মার্টফোন মোটোরোলা এজ ৪০ মডেল। স্লিক ডিজাইন রয়েছে এই ফোনে।
স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি- এই ফোনে ৬.৬ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টোজ। এই ফোনেও স্যামসাংয়ের নিজস্ব Exynos 1280 প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনস (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয় একটি সেনসর।
পোকো এক্স৫ প্রো- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। তার সঙ্গে ৫০০০ এমএএইচ ব্যাটারি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের সাপোর্ট রয়েছে পোকো সংস্থার এই ফোনে। ১০৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। ভাল গুণমানের ছবি তোলা যায় এই ফোনে। খুব ভাল গতিতে কাজ করে পোকো এক্স৫ প্রো।
স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি- এই ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে। এর সঙ্গে রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেন ক্যামেরা সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্টে পরিচালিত হবে এই ফোনে। প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ১৬ জিবি পর্যন্ত (র্যাম প্লাস ফিচার-সহ)। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে আবার যুক্ত রয়েছে এআই পাওয়ার ম্যানেজমেন্ট। একবার চার্জ দিলে ফোনে অনেকক্ষণ চার্জ থাকবে অর্থাৎ ব্যাটারি লাইফ বজায় থাকবে।
আরও পড়ুন- ১৫ হাজারের মধ্যে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোন ! কোন মডেল লঞ্চ হতে চলেছে ভারতে?