Infinix Note 40 Pro 5G Series: ভারতে লঞ্চের আগেই ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের আর্লি বার্ড সেল প্রকাশ্যে, কী কী সুবিধা পাওয়া যাবে?
Infinix Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি এবং ইনফিনিক্স নোট প্রো প্লাস ৫জি- এই দুই ফোন। লঞ্চের দিন ফোন কিনলে ক্রেতারা কী কী সুবিধা পাবেন? দেখে নিন।
Infinix Note 40 Pro 5G Series: ভারতে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজ (Infinix Note 40 Pro 5G Series) লঞ্চ হতে চলেছে আগামী ১৫ এপ্রিল। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি (Infinix Note 40 Pro Plus 5G) এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি (Infinix Note 40 Pro 5G)- এই দুই ফোন। চলতি বছর মার্চ মাসে এই দুই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। ভারতে লঞ্চের পর ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই স্মার্টফোন সিরিজের দুই ফোনের জন্য আর্লি বার্ড সেলের (Early Bird Sale) ঘোষণা করেছে ইনফিনিক্স সংস্থা।
ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের আর্লি বার্ড সেলে ক্রেতারা কী কী সুবিধা পেতে চলেছেন
যাঁরা ১২ এপ্রিল অর্থাৎ লঞ্চের দিনই ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোন কিনবেন তাঁরা বিনামূল্যে পাবেন একটি MagKit, যার দাম ৪৯৯৯ টাকা। এই MagKit- এর মধ্যে থাকবে ইনফিনিক্স MagPower পাওয়ার ব্যাঙ্ক যার মধ্যে ৩০২০ এমএএইচ ব্যাটারি। এর দাম ৩৯৯৯ টাকা। এছাড়াও থাকবে একটি ইনফিনিক্স MagCase যার দাম ১০০০ টাকা। এই কেসের মধ্যে ভেগান লেদারের ফিনিশ পাবেন ক্রেতারা। লঞ্চের দিন ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোন কিনলেও এই একই অফার পাওয়া যাবে। তবে এটি থাকছে সীমিত সংখ্যক ক্রেতাদের জন্য।
ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুই ফোনে থাকবে All-Round FastCharge 2.0 টেকনোলজি। এখানে ১০০ ওয়াট পর্যন্ত ওয়্যারড হাইপার চার্জিং, ২০ ওয়াটের ওয়্যারলেস ম্যাগ চার্জিং এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ভারতে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনই লঞ্চ হবে ১২ জিবি ইনবিল্ট র্যাম নিয়ে যা ভার্চুয়াল ভাবে আরও ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়াও এই সিরিজের দুই ফোনে ইনফিনিক্সের X1 Cheetah চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড AMOLED ডিসপ্লে এবং তার উপরে Corning Gorilla Glass প্রোটেকশন থাকবে। এছাড়াও এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে ভয়েস অ্যাক্টিভেটেড এআই ফিচার যুক্ত অ্যাক্টিভ হ্যালো লাইট।
ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। এই দুই ফোনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং সেখানে থাকবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও এই দুই ফোনে ৩২ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। এই দুই ফোন পরিচালিত হবে Android 14-based XOS 14- এর সাহায্যে। প্রো মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। আর প্রো প্লাস মডেলে থাকবে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ভারতে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি মডেলের দাম ২৪ হাজার টাকার আশপাশে হতে পারে। আর ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের দাম ২৫ হাজার টাকার আশপাশে হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন- ভারতে চার বছর পূরণ, আইকিউওও- এর একাধিক ফোনের দাম কমছে 'অ্যানিভার্সারি স্পেশ্যাল সেলে'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।