iQoo Smartphones Offers: ভারতে চার বছর পূরণ, আইকিউওও- এর একাধিক ফোনের দাম কমছে 'অ্যানিভার্সারি স্পেশ্যাল সেলে'
iQoo Anniversary Special Sale: ছয়দিন ধরে চলবে আইকিউওও সংস্থার এই অ্যানিভার্সারি স্পেশ্যাল সেল। আগামীকাল অর্থাৎ ৯ এপ্রিল এই সেল শুরু হতে চলেছে। আর শেষ হবে ১৪ এপ্রিল।
iQoo Smartphones Offers: বিগত চার বছর ধরে ভারতে প্রোডাক্ট লঞ্চ করছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones)। চিনের এই সংস্থা এবার দেশে তাদের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে বেশ কিছু ফোনের দামে দিচ্ছে আকর্ষণীয় ছাড়। ছয়দিন ধরে চলবে আইকিউওও সংস্থার এই অ্যানিভার্সারি স্পেশ্যাল সেল (iQoo Anniversary Special Sale)। আগামীকাল অর্থাৎ ৯ এপ্রিল এই সেল শুরু হতে চলেছে। আইকিউওও ১২ ফোনের দামে ছাড় রয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে। আইকিউওও জেড সিরিজ এবং আইকিউওও নিও সিরিজের ফোনের দামেও রয়েছে ছাড়। এছাড়াও আইকিউওও অ্যানিভার্সারি স্পেশ্যাল সেলে আইকিউওও ১২, আইকিউওও জেড৯ , আইকিউওও জেড৭ প্রো এবং আইকিউওও ৯ প্রো- এই ফোনগুলির দামও কমতে চলেছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে আইকিউওও সংস্থার এই সেল।
আইকিউওও ১২ অ্যাইনভার্সারি এডিশন রেড কালার ভ্যারিয়েন্ট
ভারতে আইকিউওও সংস্থার চার বছর পুরো হওয়ার উপলক্ষ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৫২,৯৯৯ টাকা। কিন্তু আইকিউওও অ্যানিভার্সারি স্পেশ্যাল সেলে এই ফোনের দাম ৩০০০ টাকা কমবে। তার ফলে কেনা যাবে ৪৯,৯৯৯ টাকায়।
আইকিউওও ১১
লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৬৪,৯৯৯ টাকা। তবে এই সেলে ছাড় রয়েছে ২৫ হাজার টাকা পর্যন্ত। তার ফলে আইকিউওও ১১ ফোন সংস্থার অ্যানিভার্সারি স্পেশ্যাল সেল থেকে কেনা যাবে ৪১,৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।
আইকিউওও ১২
গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এই ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এই ফোনের দামেও ছাড় রয়েছে সংস্থার স্পেশ্যাল সেলে।
আইকিউওও জেড৯
এই ফোন লঞ্চের সময় দাম ছিল ১৯,৯৯৯ টাকা। এখন আইকিউওও সংস্থার অ্যানিভার্সারি স্পেশ্যাল সেলে তা কেনা যাবে ১৭,৯৯৯ টাকায়। অর্থাৎ ২০০০ টাকা ছাড় রয়েছে।
আইকিউওও নিও ৯ প্রো
এই ফোন লঞ্চের সময় দাম ছিল ৩৫,৯৯৯ টাকা। তবে আইকিউওও সংস্থার অ্যানিভার্সারি স্পেশ্যাল সেলে এই ফোন কেনা যাবে ৩২,৯৯৯ টাকায়। অর্থাৎ ৩০০০ টাকা ছাড় রয়েছে এই ফোনের দামের ক্ষেত্রে।
আইকিউওও জেড৭ প্রো
এই ফোনের দামেও থাকতে চলেছে ৩০০০ টাকা ছাড়। তার ফলে এই মডেল কেনা যাবে ২০,৯৯৯ টাকায়। লঞ্চের সময় এই ফোনের দাম ভারতে ছিল ২৩,৯৯৯ টাকা।
আইকিউওও নিও ৭ প্রো
লঞ্চের সময় এই ফোনের দাম দেশে ছিল ৩৪,৯৯৯ টাকা। তবে আইকিউওও সংস্থার অ্যানিভার্সারি স্পেশ্যাল সেলে দাম কমবে ৩০০০ টাকা। তার ফলে এই ফোনে ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে।
আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি পি সিরিজের ফোন, কোন কোন মডেল কবে লঞ্চ হতে চলেছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।