Infinix Smart 6 Plus: ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ভারতে কবে লঞ্চ হবে? দেখুন এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
Infinix Smartphone: এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে একটি এলইডি ফ্ল্যাশও থাকতে পারে।
Infinix Smart 6 Plus: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স (Infinix) সংস্থার নতুন স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস (Infinix Smart 6 Plus)। শোনা গিয়েছে, ২৯ জুলাই এই ফোন দেশে লঞ্চ হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) সাইটে ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, আনুষ্ঠানিক লঞ্চের আগে ফ্লিপকার্টের মাধ্যমেই ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং স্টোরেজ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ফ্লিপকার্টে দেখা গিয়েছে নীল রঙে লঞ্চ হতে চলেছে এই ফোন। চলতি বছর মার্চ মাসে এই ফোন লঞ্চ হয়েছিল নাইজিরিয়ায়। ভারতে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের দাম কত হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। তবে এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সেগুলো একনজরে দেখে নিন।
ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে একটি ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। তার উপরে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন থাকতে পারে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফ্লিপকার্টের সাইট থেকে এমনটাই জানা গিয়েছে।
- ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনে ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে একটি এলইডি ফ্ল্যাশও থাকতে পারে। তবে কত মেগাপিক্সেলের কী সেনসর থাকতে পারে তা জানা যায়নি।
চলতি মাসের শুরুর দিকেই ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ১২ ৫জি এবং ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি, এই দু’টি ফোন। এর মধ্যে ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনের দাম ১৭,৯৯৯ টাকা।
আরও পড়ুন- ভিভো টি১এক্স ফোনের বিক্রি শুরু হল ভারতে, দেখে নিন দাম ও অফার