Infinix Smart 7: ফোনের ব্যাক প্যানেলে থাকবে অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং! ভারতের গ্রাহকদের জন্য চমক দিচ্ছে এই সংস্থা
Smartphone: শোনা গিয়েছে, ভারতে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনের দাম হবে ৭৫০০ টাকারও কম। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই দামে।
Infinix Smartphone: ইনফিনিক্সের নতুন ফোন (Infinix New Smartphone) লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স স্মার্ট ৭ (Infinix Smart 7) ফোন। এই ফোনে থাকতে চলেছে একটি ওয়েভ প্যাটার্ন ডিজাইন। তার উপর থাকবে সিলভার-আয়ন স্প্রে। এই সিলভার-আয়রন স্প্রে'র ক্ষেত্রে রয়েছে ৯৯ শতাংশ অ্যান্টিব্যাকটেরিয়াল রেটিং। ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে থাকবে যথেষ্ট বড় আকার আয়তনের ক্যামেরা মডিউল। এছাড়াও ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনে। এটি একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে। ইতিমধ্যেই শোনা গিয়েছে, ভারতে এই ফোনের দাম হবে ৭৫০০ টাকারও কম। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই দামে।
ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই স্মার্টফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১২ বেসড XOS 12 out-of-the-box- এর সাহায্যে। এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকতে পারে যেখানে HD+ রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে।
- ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের ব্যাক প্যানেলে থাকতে চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর এবং একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন লেন্স থাকতে পারে। এছাড়াও থাকতে পারে এলইডি ফ্ল্যাশ মডিউল।
- এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি। AI face unlock ফিচারও থাকতে চলেছে ইনফিনিক্সের আসন্ন ফোনে।
Oppo Smartphone: ওপ্পো কোম্পানির ফোল্ডেবল ফোন (Oppo Foldable Phone) আসতে চলেছে গ্লোবাল মার্কেটে। আগামী ১৫ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find 2 Flip)। গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হবে এই স্মার্টফোন। শোনা যাচ্ছে, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে।
Tecno Smartphone: টেকনো মোবাইল (Tecno Mobiles) সংস্থা জানিয়েছে তাদের নতুন ফোন টেকনো পপ ৭ প্রো (Tecno Pop 7 Pro) দ্রুত ভারতে লঞ্চ হতে চলেছে। অনুমান, এই ফোন টেকনো স্পার্ক গো এডিশন ২০২৩ যা চলতি বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছে তার রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। টেকনো পপ ৭ ফোন প্রো ভারতে লঞ্চ হতে পারে আগামী সপ্তাহে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পোর ফোল্ডেবল ফোন 'ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ', কবে লঞ্চ?