Infinix Smart 8 HD: অ্যাপেলের মতো ডিসপ্লে ডিজাইন ফিচার এবার ইনফিনিক্সের ফোনে, দাম ৬০০০ টাকার আশপাশে
Dynamic Island Feature: আইফোন ১৫ সিরিজ এবং আইফোন ১৪ প্রো- এই দুই ফোনের ক্ষেত্রে অ্যাপেলের Dynamic Island ফিচার দেখা গিয়েছে।
Infinix Smart 8 HD: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি (Infiinix Smart 8 HD) ফোন। আগামী ৮ ডিসেম্বরে এই ফোন লঞ্চ হবে দেশে। শোনা যাচ্ছে, আইফোনের মতো Dynamic Island ডিসপ্লে থাকতে চলেছে ইনফিনিক্সের এই ফোনে। শোনা গিয়েছে, এই ফোনে একটি ম্যাজিক রিং ফিচার (Magic Ring Feature) থাকতে চলেছে। এটিই আসলে অ্যাপেলের Dynamic Island ফিচারের মতো। এই ম্যাজিক রিং দেখতে হবে অনেকটা লম্বা ক্যাপস্যুলের মতো, কালো রঙের এই বার ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরা কাট আউটের আসপাশের অংশে থাকবে। ফেস লক ফিচারের অ্যানিমেশন এবং অন্যান্য নোটিফিকেশন দেখা যাবে এই ম্যাজিক রিংয়ের মধ্যে। অ্যাপেলের Dynamic Island ফিচার ছাড়াও রিয়েলমির মিনি ক্যাপস্যুল ফিচারের সঙ্গেও মিল রয়েছে ইনফিনিক্স সংস্থার ফোনের নতুন ফিচারের। চলতি মাসেই শুরুর দিকে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন লঞ্চ হয়েছে। এবার ওই সিরিজেই যুক্ত হতে চলেছে নতুন ফোন ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি মডেল।
প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৫ সিরিজ এবং আইফোন ১৪ প্রো- এই দুই ফোনের ক্ষেত্রে অ্যাপেলের Dynamic Island ফিচার দেখা গিয়েছে। অন্যদিকে রিয়েলমি সংস্থা তাদের রিয়েলমি সি৫৫ ফোনে মিনি ক্যাপস্যুল ফিচার যুক্ত করেছে। এখানেই ফোনের চার্জ কতটা রয়েছে, ইন্টারনেটের ডেটা কতটা খরচ হয়েছে, ইউজারের স্টেপ কাউন্ট- এগুলি দেখা যায়। বলা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোন প্রথম এমন স্মার্টফোন হতে চলেছে যার দাম ৬০০০ টাকার সেগমেন্টে থাকবে অথচ সেখানে দেখা যাবে ম্যাজিক রিং ফিচার। ভারতে ইনফিনিক্সের নতুন ফোন ক্রিস্টাল গ্রিন, গ্রাফাইট হোয়াইট, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক- এই চারটি রঙে লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে।
ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা শোনা গিয়েছে। এখানে ৬.৬ ইঞ্চির এউচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি থাকতে পারে এই ফোনে। এছাড়াও UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। অথেনটিফিকেশনের জন্য ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোনের ডিসপ্লেতে সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ৫০০ নিটস হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।