iPhone 12: ৩০ হাজার টাকার কমে আইফোন ! ফ্লিপকার্টে দুর্দান্ত ছাড়, জেনে নিন সবিস্তারে
iPhone: ফ্লিপকার্টে আইফোন ১২-র দামে সরাসরি ১৭ শতাংশ ছাড় রয়েছে। এই ফোনের আনুষ্ঠানিক দাম ৪৯,৯০০ টাকা।
![iPhone 12: ৩০ হাজার টাকার কমে আইফোন ! ফ্লিপকার্টে দুর্দান্ত ছাড়, জেনে নিন সবিস্তারে iPhone 12 gets a huge discount during Flipkart sale here is the details iPhone 12: ৩০ হাজার টাকার কমে আইফোন ! ফ্লিপকার্টে দুর্দান্ত ছাড়, জেনে নিন সবিস্তারে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/29/e4eca7c1fc6d81473775706247f75e831701230889219485_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
iPhone 12: ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) আইফোনে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড় (iPhone Offers)। আইফোন ১২ মডেলে এই অফার রয়েছে। চলতি বছরে আইফোন ১৫ সিরিজ লঞ্চ হয়েছে। তার ফলে আগের আইফোন সিরিজের দাম কমেছে। সেই তালিকাতেই রয়েছে আইফোন ১২। অ্যান্ড্রয়েড ইউজাররা যদি আইফোন কিনবেন বলে পরিকল্পনা করেন, তাহলে আইফোন ১২ মডেল তাঁদের জন্য ভাল অপশন। বর্তমানে ফ্লিপকার্টে এই আইফোন মডেলে এতটাই অফার চলছে যে ৩০ হাজার টাকার কমে পেয়ে যেতে পারেন আইফোন ১২।
দেখে নেওয়া যাক কীভাবে এতটা কম দামে আইফোন ১২ মডেল কিনতে পারবেন আপনি
ফ্লিপকার্টে আইফোন ১২-র দামে সরাসরি ১৭ শতাংশ ছাড় রয়েছে। এই ফোনের আনুষ্ঠানিক দাম ৪৯,৯০০ টাকা। তবে ফ্লিপকার্টে এই ফোন বিক্রি হচ্ছে ৪০,৯৯৯ টাকায়। এর সঙ্গে যুক্ত হয়েছে একাধিক ব্যাঙ্ক অফার। তার ফলে আরও দাম কমেছে আইফোন ১২ মডেলের। ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য রয়েছে। ফ্লিপকার্টে আইফোন ১২ ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন যদি এই ফোন কেনার জন্য তাঁরা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাহায্যে ইএমআই দেন তাহলে। এই তালিকায় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবগ সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডও যুক্ত রয়েছে। আনুষঙ্গিক আরও অনেক অফার রয়েছে ফ্লিপকার্টে। তবে যদি আপনি পুরনো ফোন পরিবর্তন করে আইফোন ১২ কেনেন তাহলে সবচেয়ে বেশি ছাড় পাবেন।
স্যামসাং গ্যালাক্সির আসন্ন ফোন
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ০৪ ফোনের সাকসেসর মডেল হিসেবে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকবে এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের দাম ১৫ হাজার টাকার কমে হতে চলেছে বলে শোনা গিয়েছে। কালো, হাল্কা সবুজ এবং রুপোলি এই তিন রঙে ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা হতে পারে। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা হতে পারে।
আরও পড়ুন- ৫জি ফোন, তাও আবার ১৫ হাজার টাকার মধ্যে ! নভেম্বরেই ভারতে পাবেন বেশ কয়েকটি মডেল, রইল তালিকা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)