iPhone 13 Specifications: ইমেজ সেন্সরে চমক দেবে iphone 13, কী থাকতে পারে ক্যামেরা ফিচার ?
iphone 13-এর গোপন তথ্য ঘিরে জল্পনার শেষ নেই টেক ব্লগারদের মধ্যে। নতুন ফোনে আরও বড় ইমেজ সেন্সর দিতে পারে অ্যাপল।সেক্ষেত্রে বড় সেন্সর দেখা যেতে পারে আইফোনের আগামী ফোনে।
ওয়াশিংটন: আর কয়েক মাসের অপেক্ষা। ইতিমধ্যেই iphone 13-এর গোপন তথ্য ঘিরে জল্পনার শেষ নেই টেক ব্লগারদের মধ্যে। শোনা যাচ্ছে, নতুন ফোনে আরও বড় ইমেজ সেন্সর দিতে পারে অ্যাপল।
মাশাবল ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট বলছে, iphone 13 pro ও iphone 13 pro max-এ LTPO OLED প্যানেল থাকতে পারে। যদিও iphone 13 ও iphone 13 mini-তে আলাদা করে নতুন প্যানেল আনতে পারে অ্যাপল। এখানেই শেষ নয়, ক্যামেরা সেন্সরের ক্ষেত্রেও আরও উন্নত মানের কিছু আনতে চলেছে কোম্পানি। সেক্ষেত্রে বড় সেন্সর দেখা যেতে পারে আইফোনের আগামী ফোনে। কারণ প্রতিবারই ফোন লঞ্চের সময় নতুন ক্যামেরা নিয়ে আসে টিম অ্যাপল।
আইফোনের নতুন ক্যামেরা সেন্সর নিয়ে সম্প্রতি ট্যুইটারে একটি তথ্য সামনে এসেছে। উইবোতে iphone 13 ও iphone 13 mini-র লিকড ইমেজ দেখা গিয়েছে। যা ট্যুইটারে প্রকাশ করেছে ডুয়ানরাই।যেখানে দেখা গিয়েছে, iphone 12s-এর থেকে ক্যামেরা লেন্সের সাইজের সঙ্গে অনেকটাই পার্থক্য রয়েছে নতুন ফোনের।
মাশাবেলের জল্পনা অনুযায়ী, iphone 13 ও iphone 13 mini-তে iphone 12pro max-এর ক্যামেরা সেন্সর দিতে পারে কোম্পানি। টেক ব্লগারদের মতে, পুরোনো সেন্সর থাকলে এই দুটি ফোনের দাম অন্যদের থেকে অপেক্ষাকৃত কম হতে চলেছে।তবে এতেও সেন্সর শিফট অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশনের সুবিধা দিতে পারে অ্যাপল। একমাত্র অ্যাপলের iphone 12pro max-এ এই ক্যামেরা ফিচারের সুবিধা রয়েছে।
আইফোনের নয়া মডেলে এই সুবিধা দেওয়া হলে কম আলোতেও ভালো ছবি তোলা যাবে। ঘরের মধ্যেও কম আলোতে অ্যাপারচার না বাড়িয়েও আসবে রিয়েল লাইফ কালারস।ভিডিয়োর ক্ষেত্রেও স্টেবলাইজেশন থাকায় শার্প ইমেজ তুলতে পারবেন ক্রেতা।মনে করা হচ্ছে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই আত্মপ্রকাশ করতে পারে অ্যাপলের বহু প্রতীক্ষিত iphone 13। আগের আইফোনের মতো এবারও ফোনের বেশকিছু ভ্যারিয়েন্ট আনতে চলেছে কোম্পানি। যার দামও ধরা হবে উন্নত প্রযুক্তির ভিত্তিতে।
আইফোনের প্রত্যেকটি মডেন নিয়েই গ্যাজেট প্রেমীদের মধ্যে আগাম উন্মাদনা থাকে। এবারও যার ব্যতিক্রম হচ্ছে না।