Apple Event 2022 Live: আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস নিয়ে এল অ্যাপল, এবার থাকছে আরও বড় ডিসপ্লে
Apple Event Live : প্রতীক্ষার অবসান। অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out' -এ থাকছে টেক বিশ্বের যাবতীয় প্রশ্নের উত্তর। আগামী দিনে কোন পথে হাঁটতে চলেছে কুপারচিনো টেক জায়ান্ট ? তারই খোলসা হবে আজ।
LIVE
Background
Apple Event 2022: অ্যাপল প্রো সিরিজ আসছে এই দিন, এই দাম রেখেছে কোম্পানি
Apple iPhone 14 Pro-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার (প্রায় ৭৯,৬০০ টাকা), যেখানে iPhone 14 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার (প্রায় ৮৭,৬০০ টাকা)। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেওয়া যাবে এই ফোনের। 16 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।
iPhone 14 Pro : ৪৮ মেগার মেন ক্যামেরা, দুই আইফোন প্রোতে পাবেন যথাক্রমে ৬.১ ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে
আইফোন 14 প্রো একটি নতুন 'প্রো ডিসপ্লে' সহ পাওয়া যাবে। iPhone 14 Pro একটি 6.1-ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্রেতা। পাশাপাশি iPhone 14 Pro Max একটি 6.7-ইঞ্চি ডিসপ্লের সঙ্গে নিয়ে এসেছে কোম্পানি। অনেক পাতলা বর্ডার ছাড়াও ১৬০০ নিটসের সর্বোচ্চ উজ্জ্বলতা সহ তৈরি হয়েছে এই ফোন। উভয়ই অ্যাপল ফোনেই A16 বায়োনিক চিপসেট রয়েছে। এই চিপসেট একটি ৪ এনএম ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একটি নতুন ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে।
Apple Event 2022: অ্যাপল নিয়ে এল আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স, এবার রয়েছে আইল্যান্ড নচ
অ্যাপলের ইভেন্টে লঞ্চ হল আইফোন 14 প্রো মডেল সিরিজ। আইফোন 14 প্রো ও আইফোন 14 প্রো ম্যাক্স - একটি নতুন ডায়নামিক আইল্যান্ড নচ ডিজাইন নিয়ে এসেছে। যা নোটিফিকেশন ও অ্যাক্টিভিটি উইজেটগুলি দেখাতে আরও বড় হয়ে যায়। এগুলি স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড ও পার্পল কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
iPhone 14 Launch: ফিজিক্যাল সিম ট্রে থাকবে না iPhone 14 সিরিজে ব্যবহার হবে ই-সিম
আমেরিকায় iPhone 14 সিরিজে ফিজিক্যাল সিম ট্রে দেখা যাবে না। এই অঞ্চলে কবেল ই-সিমে চলবে ফোন। এটি অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ প্রবর্তিত ক্র্যাশ ডিটেকশন বৈশিষ্ট্যের সঙ্গেও পাওয়া যাবে। স্যাটেলাইট বৈশিষ্ট্যের মাধ্যমে একটি জরুরি এসওএস পাঠাতে পারবে। তবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় পাওয়া যাবে এই বৈশিষ্ট্য। iPhone 14-এর দাম ৭৯৯ ডলার (প্রায় ৬৩,৭০০ টাকা) থেকে শুরু হয়েছে। যেখানে iPhone 14 Plus-এর দাম ৮৯৯ ডলার (প্রায় ৭১,৬০০ টাকা) থেকে শুরু হয়েছে।
Apple Event 2022: দুটি ফোনেই থাকছে এই মেন ক্যামেরা, সঙ্গে পাবেন আরও ফিচার
iPhone 14 ও iPhone 14 Plus এ ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১.৯ মাইক্রন পিক্সেল, f/১.৫ অ্যাপারচার ও সেন্সর শিফট OIS সহ পাওয়া যাবে এই ফোন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
