iPhone 14 Pro-তে থাকবে ২ টিবি স্টোরেজ, এক বছর আগেই তথ্য ফাঁস !
iPhone 14 সিরিজ লঞ্চ হতে এখনও এক বছর বাকি। তার আগেই অ্যাপলের (Apple) আগামী ফোনের বিষয়ে উঠে এসেছে নতুন তথ্য। রিপোর্ট বলছে, ১৪ সিরিজে ২টেরাবাইট স্টোরেজ দেবে কোম্পানি।
ওয়াশিংটন: iPhone 14 সিরিজ লঞ্চ হতে এখনও এক বছর বাকি। তার আগেই অ্যাপলের (Apple) আগামী ফোনের বিষয়ে উঠে এসেছে নতুন তথ্য। রিপোর্ট বলছে, ১৪ সিরিজে ২টেরাবাইট স্টোরেজ দেবে কোম্পানি।
সম্প্রতি লঞ্চ করেছে অ্যাপলের আইফোন ১৩ সিরিজ। এখনও আইফোনের এই সিরিজ নিয়ে রিভিউ কমপ্লিট করতে পারেননি টেক ব্লগাররা। এরই মধ্যে চলে এল iPhone 14 সিরিজের তথ্য। টেক সাইট MyDrivers-এর রিপোর্ট বলছে, আগামী আইফোনের সিরিজে ২ টিবি স্টোরেজ দেবে অ্যাপল। তবে কেবল iPhone 14 Pro-তে থাকবে এই বিপুল স্টোরেজের ক্ষমতা।ইতিমধ্যেই iPhone 13-এ ১ টিবি সর্বোচ্চ স্টোরেজের অপশন দিয়েছে আমেরিকান টেক জায়ান্ট।
তবে এখনই এই বিষয়ে নতুন কিছু প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, আগামী দিনে একেবারে বদলে যাবে অ্যাপলের ফোনের ডিজাইন। ইতিমধ্যেই আইফোন ১৩-এর ডিজাইন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন টেক ব্লগাররা। অনেকের মতেই, আইফোন ১২-এর কপি হয়েছে আইফোন ১৩। সামান্য প্রিমিয়াম লুক বাড়ানো হয়েছে কালারে। তাছাড়া ডিজাইন ল্যাঙ্গোয়েজে আসেনি সেভাবে পরিবর্তন।
আইফোন ফাইভের সলিড বার কনসেপ্ট ফিরিয়ে আনা হয়েছে আইফোন ১৩-এ। গত বছর আইফোন ১২-এ প্রথম দেখা যায় এই ডিজাইন। যেখানে ফোনের এজ কাট টু কাট হওয়ায় হাতে ধরতে সমস্যা হয়েছে অনেকের। আগে ফোনের ধারগুলি মোড়ানো থাকায় ধরতে অসুবিধা হত না ক্রেতাদের। নতুন ডিজাইনের ফলে সেই সমস্যায় পড়তে হয়েছে আইফোনের গ্রাহকদের। তাই নতুন সিরিজে অন্য ধরনের ডিজাইন ল্যাঙ্গোয়েজ দিতে পারে অ্যাপল। টেক সাইটগুলোর মতে, এবার ইন ডিসপ্লে ক্যামেরা আনতে পারে কোম্পানি। যার ফলে ফোনে আর নচ দেখা যাবে না।
আরও পড়ুন : Amazon Festival Offer: অ্যামাজনে গুগল পিক্সেল ফোনে বাম্পার সেল, প্রতিটি মডেলেই থাকছে ছাড়
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়