IQoo 11 Series: ৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে এই বহু প্রতীক্ষিত ফোন, শীঘ্রই ভারতে এই স্মার্টফোনগুলির লঞ্চ
Smartphone Launch: প্রতীক্ষার অবসান,শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে বেশকিছু উন্নত প্রযুক্তির স্মার্টফোন। যার মধ্যে রয়েছে iQoo 11 সিরিজ।
Smartphone Launch: প্রতীক্ষার অবসান,শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে বেশকিছু উন্নত প্রযুক্তির স্মার্টফোন। যার মধ্যে রয়েছে iQoo 11 সিরিজ। ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি। iQoo তার আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, অর্থাৎ iQoo 11 সিরিজের লঞ্চের ৮ ডিসেম্বর রেখেছে। কোম্পানিটি ২ ডিসেম্বর ২০২২-এ iQoo 11 সিরিজ চালু করার পরিকল্পনা করেছিল। কিন্তু লঞ্চের কিছুক্ষণ আগে, চিনা নেতা জিয়াং জেমিন মারা যান। সেই কারণে সিরিজের প্রচারে দেরি হয়।
IQoo 11 Series: আগে কোম্পানি ডিভাইসটি লঞ্চ করার ঘোষণা করেনি। তবে এখন কোম্পানি তাদের ডিভাইসগুলি ৮ ডিসেম্বর, ২০২২-এ চিন ও ইন্দোনেশিয়ায় iQoo 11 সিরিজ লঞ্চ করবে। এ ছাড়াও Samsung আগামী সপ্তাহে ভারতে তার সাম্প্রতিক M-সিরিজ ফোন, Galaxy M04 লঞ্চ করতে চলেছে। জেনে নিন, কী পাবেন এই দুই ফোনে।
iQoo 11 সিরিজের প্রত্যাশিত স্পেসিফিকেশন
iQoo ইতিমধ্যেই ফোনের স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। এতে সাম্প্রতিক iQoo 11 সিরিজ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সঙ্গে আসবে। কোম্পানি আরও জানিয়েছে, iQoo 11 Pro 200W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৭০০ mAh ব্যাটারি প্যাক পাওয়া যাবে। ভ্যানিলা iQOO 11-এ ৫,০০০ mAh ব্যাটারি ও ১২০ ওয়াটের দ্রুত চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। উভয় স্মার্টফোন, অর্থাৎ iQoo 11 Pro ও iQoo 11 একটি ৬.৭৮-ইঞ্চি E6 AMOLED ডিসপ্লে সহ ১৪৪ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সহ পাওয়া যাবে। এছাড়াও, ভ্যানিলা iQoo 11 একটি ফ্ল্যাট ডিসপ্লে পাবে যদিও iQoo 11 Pro-তে একটি কার্ভড এজ ডিসপ্লে পাওয়া যাবে।
iQoo 11 সিরিজের ক্যামেরার বিবরণ
দুটি ডিভাইসই 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাবে। iQOO 11 ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। সামনে একটি 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। অন্যদিকে, iQOO 11 Pro 50MP + 50MP + 48MP + 64MP কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ ও 32MP সেলফি ক্যামেরা সহ আসতে পারে।
Samsung Galaxy M04 শীঘ্রই লঞ্চ হবে
Samsung আগামী সপ্তাহে ভারতে তার সর্বশেষ M-সিরিজ ফোন Galaxy M04 লঞ্চ করতে প্রস্তুত৷ এর দাম 8,999 টাকা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, Galaxy M04 উদ্ভাবনী RAM Plus বৈশিষ্ট্যটিকে সমর্থন করবে, যার সাহায্যে ব্যবহারকারীরা ফোনের RAM স্টোরেজ বাড়াতে সক্ষম হবেন। ডিভাইসটি একটি বিশাল 5000mAh ব্যাটারি প্যাক সহ আসতে পারে। যা সহজেই একদিন স্থায়ী হয়।
আরও পড়ুন : Earbuds Deal: নতুন ইয়ারবাডসের সবচেয়ে সস্তা ডিল, ১৩৯৯ টাকায় ৩,২৯৯ টাকার প্রোডাক্ট