iQoo 12 5G: ডিসেম্বরে ভারতে আসছে আইকিউওও সংস্থার প্রিমিয়াম ফোন, কত হতে পারে দাম?
iQoo Smartphone: শোনা গিয়েছে, আইকিউওও ১২ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে।
iQoo 12 5G: আইকিউওও ১২ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ১২ ডিসেম্বর। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম অনলাইনে ফাঁস হয়েছে। আইকিউওও সংস্থার এই ফোন একটি প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে আইকিউওও ১২ সিরিজ। সেখানে বেস মডেলের সঙ্গে রয়েছে প্রো ভ্যারিয়েন্ট। তবে আইকিউওও ১২ প্রো ফোন এখনই ভারতে লঞ্চের প্রসঙ্গে কিছু জানা যায়নি। শোনা গিয়েছে, আইকিউওও ১২ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে।
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা আইকিউওও ১২ ৫জি ফোনের রিটেল বাক্সের ছবি ফাঁস করেছেন। ওই ছবি অনুসারে ফোনের দাম ৫০,৯৯৯ টাকা এবং ৫৯,৯৯৯ টাকা হতে চলেছে। রিটেল বক্সের দামের তুলনায় ফোনের মার্কেট রেট প্রাইস বা এমআরপি কিছুটা কম হয়। এক্ষেত্রে সেটা ৫৬,৯৯৯ টাকা হতে পারে বলে অনুমান করেছেন টিপস্টার। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে আইকিউওও ১২ ৫জি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আইকিউওও ১২ ৫জি ফোন কেনা যাবে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- এর সাপোর্ট থাকতে পারে ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার আসন্ন ৫জি ফোনে।
আইকিউওও ১২ ৫জি ফোনের চিনের ভ্যারিয়েন্টের ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যেখানে ১.৫কে রেজোলিউশন পাওয়া যাবে। আর ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছ ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ১০০এক্স ডিজিটাল জুক এবং একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ইনবিল্ট ১ টিবি স্টোরেজ।
আরও পড়ুন- নতুন র্যাম ও স্টোরেজ নিয়ে ভারতে হাজির পোকো এম৬ প্রো, ১৫ হাজারের কমেই পাবেন এই ৫জি ফোন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।