iQoo Phones: বছরশেষে গ্রাহকদের জন্য নতুন ফোন লঞ্চ করতে চলেছে আইকিউওও সংস্থা, কোন মডেল আসছে?
iQoo 13: আইকিউওও ১২ ফোনের সাকসেসর হিসেবে আইকিউ ১৩ ফোন লঞ্চ হতে চলেছে।
iQoo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- এর নতুন ফোন। জানা গিয়েছে, এবার লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৩- এই ফোনটি। কোয়ালকমের প্রসেসর থাকতে চলেছে এই ফোন, এখনও পর্যন্ত তেমনই জানা গিয়েছে। সম্ভবত কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট থাকতে পারে। এই প্রসেসর এখনও লঞ্চ হয়নি। অনুমান, আগামী মাসে এই চিপসেট লঞ্চ করবে কোয়ালকম সংস্থা।
ভারতে আইকিউওও ১৩ ফোন কবে লঞ্চ হতে পারে?
অনুমান, এই ফোন ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে। টিপস্টার যোগেশ ব্রার- এর দাবি আগামী ৫ ডিসেম্বর আইকিউওও ১৩ ফোন ভারতে লঞ্চ হবে। তবে আইকিউওও সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। চিনে এবং গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, আইকিউওও ১২ ফোন গতবছর নভেম্বর মাসে প্রথমে লঞ্চ হয়েছিল চিনে। তার একমাস পরে অর্থাৎ ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল আইকিউওও ১২ ফোন। অনুমান তার সাকসেসর মডেল আইকিউওও ১৩ ফোনও ডিসেম্বরেই ভারতে লঞ্চ হবে। তবে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি।
ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির নতুন ৫জি ফোন
ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন। অনলাইনে সম্প্রতি এই ফোনের নাম দেখা গিয়েছে স্যামসাংয়ের গ্লোবাল ওয়েবসাইটে। তারপরই জানা গিয়েছে যে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন এবার ভারতেও লঞ্চ হবে। এখনও অবশ্য নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের আসন্ন ৫জি ফোনের ফিচার গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই হবে। ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং রং সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। শোনা গিয়েছে, এই ফোনে ৬টি অপারেটিং সিস্টেম আপডেট পাওয়া যাবে। এর পাশাপাশি ইউজাররা পাবেন ৬ বছরের জন্য সিকিউরিটি আপডেট। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। তিনটি রঙে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ব্লু ব্ল্যাক, গোল্ড এবং লাইট গ্রিন- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন। শোনা যাচ্ছে, এই ফোন একটি মিড-রেঞ্জের মডেল হতে চলেছে। যদিও দাম কত হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
আরও পড়ুন- আপনি কি ভোজনরসিক? কিংবা ওয়েব সিরিজের পোকা? জিও- র নতুন রিচার্জ প্ল্যানে রয়েছে চমক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।