iQoo Phones: গেমারদের জন্য নতুন ফোন, টানা খেললেও গরম হবে না ডিভাইস, থাকছে এমনই ফিচার
iQoo Neo 10: ভারতে আইকিউওও নিও ১০ ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২৩ মে। শোনা যাচ্ছে, আইকিউওও নিও ১০ ফোনের দাম ৩৫ হাজার টাকার কম হবে। অর্থাৎ বেস মডেলের দাম ৩৫ হাজারের কম হবে।

iQoo Phones: ভারতে আইকিউওও নিও ১০ ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২৬ মে। লঞ্চের পর এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। এই ফোনে পাবেন ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। দুটো রঙে এবং AMOLED ডিসপ্লে নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ১০ ফোন। গত বছর নভেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন।
শোনা যাচ্ছে, আইকিউওও নিও ১০ ফোনের দাম ৩৫ হাজার টাকার কম হবে। অর্থাৎ বেস মডেলের দাম ৩৫ হাজারের কম হবে। গেমারদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে আইকিউওও নিও ১০ ফোন। এই দামের মধ্যে একমাত্র এই ফোনেই থাকছে ১৪৪ ফ্রেম পার সেকেন্ড ফিচারের সাপোর্ট গেমিংয়ের জন্য। সংস্থার নিজস্ব Q1 গেমিং চিপসেট থাকবে এই ফোনে। Inferno Red এবং Titanium Chrome- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ১০ ফোন। অনুমান, শক্তিশালী এই ফোনে গেম খেলার সময় ক্রেতারা স্মুদ এক্সপিরিয়েন্স পাবেন। গেমের মাঝে বাফার হবে না। তার ফলে ভিডিও গেম খেলার অভিজ্ঞতা এই ফোনে দারুণ হবে ইউজারদের।
আইকিউওও নিও ১০ ফোনে যে AMOLED ডিসপ্লে থাকতে চলেছে সেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। ৫০ মেগাপিক্সেলের সোনি পোর্ট্রেট ক্যামেরা থাকবে যার সঙ্গে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট যুক্ত থাকবে। ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে চলেছে আইকিউওও সংস্থার আসন্ন ফোনে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টের সাহায্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১৫ মিনিটে, এমনটাই দাবি করেছে আইকিউওও কর্তৃপক্ষ। যেহেতু এটি গেমিং ফোন, তাই একটি ৭০০০ স্কোয়ার মিলিমিটার আয়তনের ভেপার কুলিং চেম্বার থাকবে থার্মাল ম্যানেজমেন্টের জন্য। এর কাজ ফোন গরম হয়ে গেলে ভিতর থেকে তাপ বের করে দেওয়া। এই ভেপার কুলিং চেম্বার ৮.০৯ মিলিমিটার পুরু।
প্রসঙ্গত উল্লেখ্য, চিনে লঞ্চ হওয়া আইকিউওও নিও ১০ ফোনের সঙ্গে অনেক পার্থক্যই থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টের। চিনের মডেলের থেকে বেশ কয়েকটি ফিচার ভারতের ভ্যারিয়েন্টে উন্নত ও আধুনিক করা হয়েছে।






















