iQoo Smartphones: লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৯এস প্রো সিরিজ, কোন কোন মডেল লঞ্চ হতে পারে?
iQoo Neo 9s Pro Series: আইকিউওও নিও ৯এস প্রো এবং আইকিউওও নিও ৯এস প্রো প্লাস- এই দুই ফোন আপাতত চিনে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
iQoo Smartphones: ভারতে লঞ্চ হয়েছিল ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির ফোন আইকিউওও নিও ৯ প্রো। এই ফোনের একটি সাকসেসর মডেল লঞ্চ হতে চলেছে এবার। চিনে লঞ্চ হবে আইকিউওও নিও ৯এস প্রো ফোন। ভারতে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে এখনই নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, আইকিউওও নিও ৯এস প্রো ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে আরও একটি ফোন, আইকিউওও নিও ৯এস প্রো প্লাস। চিনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে এক টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে যে চিনে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৯এস প্রো সিরিজ। ইতিমধ্যেই আইকিউওও নিও ৯এস প্রো এবং আইকিউওও নিও ৯এস প্রো প্লাস- এই দুই ফোন সম্পর্কে সম্ভাব্য কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।
আইকিউওও নিও ৯এস প্রো এবং আইকিউওও নিও ৯এস প্রো প্লাস- এই দুই ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে
বলা হচ্ছে, আইকিউওও নিও ৯এস প্রো ফোনে বড় ডিসপ্লে বা লম্বা ডিসপ্লে থাকতে চলেছে। বাকি সব নিরিখে এই ফোন অন্য মডেলের তুলনায় সরু হবে। আইকিউওও নিও ৯এস প্রো ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর থাকতে চলেছে। এর পাশাপাশি আবার এও শোনা গিয়েছে যে আইকিউওও নিও ৯এস প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন অনেকটাই ভিভো এক্স১০০এস ফোনের মতো হতে চলেছে। ভিভোর এই ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
আইকিউওও নিও ৯এস প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন থাকবে। এছাড়াও এই ফোনে দুটো ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। আর ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে, আইকিউওও নিও ৯এস প্রো প্লাস ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে।
আইকিউওও নিও ৯ প্রো
এবছর ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছে মাঝামাঝি রেঞ্জের এই ফোন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর রয়েছে এই ফোনে। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে দুটো রেয়ার ফেসিং ক্যামেরা সেনর। প্রাইমারি ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেলের। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর। এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট এই ফোনে।
আরও পড়ুন- ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি, দেখে নিন কী কী ফিচার থাকতে পারে এই ফোনে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।