iQoo Z6 5G এল ভারতে, ১৬ হাজারের এই ফোনে আছে দমদার ফিচার
iQoo Z6 5G ফোন ভারতে ১৫,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে ৪ জিবি RAM-এর বেস ভ্যারিয়েন্ট পাবেন ক্রেতা। ক্রোমাটিক ব্লু ও ডায়নামিক ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই ফোন।
iQoo Z Series Update: আইকু জেড সিরিজে চলে এল আরও এক স্মার্টফোন। বুধবার iQoo Z6 5G এল ভারতে। মিডরেঞ্জে দুর্দান্ত স্পেকস দিচ্ছে এই মোবাইল। দেখে নিন, নতুন স্মার্টফোনের স্পেকস, ফিচার ও দাম।
iQoo Z6 5G launch: নতুন এই স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 695 প্রসেসর। এই ডিভাইসে ৮ জিবি RAM ছাড়াও তিনটি রেয়ার ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোনে পাবেন বোকেহ, সুপার নাইট মোড। ফোন যাতে গরম না হয়, তাই ডিভাইসে দেওয়া হয়েছে পাঁচটি স্তরের 'লিকুইড কুলিং সিস্টেম'।
iQoo Z6 5G price in India: কত দাম ফোনের ?
iQoo Z6 5G ফোন ভারতে ১৫,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে ৪ জিবি RAM-এর বেস ভ্যারিয়েন্ট পাবেন ক্রেতা। এ ছাড়াও ৬জিবি ও ৮ জিবির দাম যথাক্রমে ১৬,৯৯৯ ও ১৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। ক্রোমাটিক ব্লু ও ডায়নামিক ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই ফোন।Amazon ও iQoo India ই-স্টোরে ২২ মার্চ থেকে পাওয়া যাবে এই ফোন। HDFC Bank card-এ লেনদেন করলে বা কিস্তিতে নিলে লঞ্চ অফারে ২০০০ টাকা সঙ্গে সঙ্গে ছাড় রয়েছে। এরপরও পাবেন নো কস্ট ইএমআই-এর সুবিধা ও এক্সচেঞ্জ ডিসকাউন্ট।
iQoo Z6 5G specifications
ডুয়াল-সিম (Nano) ছাড়াও iQoo Z6 5G ফোন চলে Android 12 Funtouch অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট ও 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। এই ফোনে পাবেন 6.58-ইঞ্চির ফুল-HD+ ডিসপ্লে। ফোনে 8GB পর্যন্ত সর্বোচ্চ LPDDR4X RAM ও অক্টাকোর স্ন্যাপড্রাগন 695 চিপসেট দেওয়া হয়েছে।
iQoo Z6 5G: ক্যামেরা কেমন ফোনের ?
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। যেখানে একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি Samsung ISOCELL JN1 সেন্সর সহ f/1.8 লেন্স রয়েছে। ক্যামেরা সেটআপে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার ও একটি 2-মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা রয়েছে। যদিও বোকেহ ক্যামেরাটি 6GB ও 8GB মডেলের সঙ্গেই পাওয়া যাবে।4GB ভ্যারিয়েন্টে এই বিশেষ ফিচার পাওয়া যাবে না।