iQoo Z9x 5G: আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কেমন হবে ডিজাইন? কী কী ফিচার থাকতে পারে?
iQoo Smartphones: চিনে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন আগেই লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতে। ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে মিল থাকতে চলেছে ভারতীয় মডেলের।
iQoo Z9x 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো (Vivo Sub Brand iQoo Smartphones) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- এর নতুন ফোন আইকিউওও জেড৯এক্স ৫জি (iQoo Z9x 5G)। আগামী ১৬ মে এই ফোন ভারতে লঞ্চ হবে। এক্স মাধ্যমে একথা ঘোষণা করেছেন আইকিউওও ইন্ডিয়ার (iQoo India) সিইও নিপুন মার্য। একটি পোস্টারও প্রকাশ্যে এসেছে। তার থেকে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন দেখা গিয়েছে। হাল্কা সবুজ রঙে একটি পালকের মতো প্যাটার্নে লঞ্চ হতে চলেছে এই ফোন। প্রায় চৌকো আকৃতির এবং সামান্য উঁচু ক্যামেরা মডিউল রয়েছে এই ফোনের রেয়ার প্যানেলে। এই ক্যামেরা মডিউলের কোণের অংশগুলি রাউন্ড এজ বা গোলাকার প্রকৃতির হবে। আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকের উপরের কোণে রয়েছে এই ক্যামেরা মডিউল।
চিনে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন আগেই লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতে। ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে মিল থাকতে চলেছে ভারতীয় মডেলের। আইকিউওও সংস্থা ভারতীয় ওয়েবসাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে থাকবে দুটো ক্যামেরা সেনসর অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের ডানদিকের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। এক্স মাধ্যম থেকে জানা গিয়েছে ভারতে লঞ্চের পর আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।
আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের চিনের লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন
- এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর।
- এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
- ৬.৭২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার সম্পন্ন প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে।
- এছাড়াও এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4- এর সাহায্যে পরিচালিত হয় আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন।
আরও পড়ুন- নজরকাড়া ক্যামেরা ফিচারের ফোন পাবেন ৩০ হাজার টাকারও কমে, কোন কোন মডেল রয়েছে তালিকায়?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।