Itel P55 5G: দেশের সবচেয়ে সস্তা ৫জি ফোন, দাম ১০ হাজারেরও কম!
5G Phone: আইটেল পি৫৫ ৫জি ফোনে ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
Itel P55 5G: ১০ হাজার টাকারও কম দামে ভারতে লঞ্চ হয়েছে ৫জি ফোন! শুনতে সত্যিই অবিশ্বাস্য লাগলেও, বাস্তবে ঠিক এমনটাই হয়েছে। আইটেল (Itel) সংস্থা সম্প্রতি দেশে লঞ্চ করেছে আইটেল পি৫৫ ৫জি (Itel P55 5G) ফোন। সংস্থার দাবি, এই ফোন ভারতের চিপেস্ট অর্থাৎ সবচেয়ে সস্তা ৫জি ফোন হতে চলেছে। আইটেল পি৫৫ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর ডিমেনসিটি চিপসেট। এছাড়াও রয়েছে ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে এই ফোনে। একটিই স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে আইটেল পি৫৫ ফোন। দুটো রঙে কেনা যাবে এই ডিভাইস। আইটেল সংস্থা ভারতে আরও একটি বাজেট ফোন লঞ্চ করেছে, যা একটি ৪জি ফোন। আইটেল এস২৩ প্লাস মডেলও লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ক্ষেত্রে দু'বছরের ওয়ারেন্ট এবং ফোন কেনার ১০০ দিনের মধ্যে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা দেওয়া হবে আইটেল সংস্থার তরফে।
ভারতে আইটেল পি৫৫ ৫জি ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। ৪ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।
আইটেল পি৫৫ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে আইটেল পি৫৫ ৫জি ফোনে।
- এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে।
- আইটেল পি৫৫ ৫জি ফোনে ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা ইউনিটি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট রয়েছে। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশও। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- আইটেল পি৫৫ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
- আইটেল সংস্থার এই ৫জি ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে রয়েছে ৫জি, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট।
আরও পড়ুন- ভারতে হাজির নতুন 'বাজেট-ফ্রেন্ডলি' ফোন আইটেল এস২৩ প্লাস, কী কী ফিচার রয়েছে এই মডেলে?