Jamtara Global: আন্তর্জাতিক স্প্যাম কলে ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট! তিনদিনে তোলপাড় হোয়াটসঅ্যাপ
Cyber Crime: প্রতারকদের কলে অতীষ্ঠ হয়ে উঠেছে জীবন।গত তিনদিনে হোয়াটসঅ্যাপে ভরে উঠেছে ভুয়ো বার্তা।
Cyber Crime: প্রতারকদের কলে অতীষ্ঠ হয়ে উঠেছে জীবন।গত তিনদিনে হোয়াটসঅ্যাপে ভরে উঠেছে ভুয়ো বার্তা। ভারতে স্প্যাম কলে বাড়ছে অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার ঝুঁকি।
Cyber Fraud: কোন দেশ থেকে আসছে প্রতারকদের বার্তা ?
সম্প্রতি হোয়াটসঅ্যাপের এই স্প্যাম কলের বিষয়ে ট্যুইটারে অভিযোগ করেছেন বহু ব্যবহারকারীরা। মূলত, আন্তর্জাতিক নম্বর সহ এই স্প্যাম কলগুলি বেশিরভাগই আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি থেকে আসছে। অজানা নম্বর থেকে আসছে এই ভুয়ো বার্তা। ভারতের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের পরিসংখ্যান বলছে, মেটা মালিকানাধীন WhatsApp-এর ভারতে প্রায় 500 মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। তাই এই ধরনের প্লাটফর্মকে নিশানা করছে প্রতারকরা।
Jamtara Global: কোন দেশের কোড দেখাচ্ছে স্প্যাম কলে ?
আজানা মোবাইল নম্বরগুলিতে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইথিওপিয়ার কোড দেখাচ্ছে বলে জানিয়েছেন হোয়াটসঅ্য়াপের ইউজাররা। তবে, এই কলগুলি ওই দেশ থেকেই আসছে এমনটা নাও হতে পারে৷ কলগুলির বেশিরভাগই শুরু হচ্ছে +251 (ইথিওপিয়া), +62 (ইন্দোনেশিয়া), +254 (কেনিয়া), +84 (ভিয়েতনাম) ও অন্যান্য দেশের কোড দিয়ে। তাই এই ধরনের হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল থেকে সতর্ক থাকুন।
WhatsApp Fraud: সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ক্ষোভ
ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক স্প্যাম কলের প্লাবন দেখে ক্ষুব্ধ হয়েছেন ইউজাররা। প্রকাশ্যেই এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন এডুকেশন অ্যাপ আনঅ্যাকাডেমি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌরব মুঞ্জাল। তিনি লিখেছেন, "হোয়াটসঅ্যাপে কি হচ্ছে? এত স্প্যাম।'' Ray Stings @Purba_Ray টুইট করে বলেছেন, "আমি প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অজানা নম্বরের হোয়াটসঅ্যাপে মিসড কল পাচ্ছি। এটা খুবই খারাপ, আমাকে আমার ফোন সাইলেন্ট রাখতে হবে।'' ট্যুইটারে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এই ক্ষোভের পরও এখনও ক্রমবর্ধমান জাল স্প্যাম কল সম্পর্কে কোনও মন্তব্য করেনি কোম্পানি।
যদিও হোয়াটসঅ্যাপে এই প্রতারণামূলক কলকে 'জামতারা গ্লোবাল' বলে কটাক্ষ করেছেন অনেকে। আসলে ভারতে স্প্যাম কলের ঘঁটি বলা হয় জামতারাকে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের লাগোয়া এই জায়গা থেকেই দেশের বহু প্রান্তে কন কল যায়। বেকারত্বের হার বেশি থাকায় যুবপ্রজন্ম সহজেই এই ধরনের প্রতারণার অস্ত্র ব্যবহার করে নাগরিকদের টাকা লুঠ করে। ইতিমধ্যেই এই জামতারা নিয়ে একটি ওয়েব সিরিজও হয়ে গিয়েছে। যেখানে একই বিষয়বস্তু দেখানো হয়েছে সিরিজে ।